6 জিবি র‍্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লঞ্চ হল মীজু 16টিএইচ, এর লুক দেখেই প্রেমে পড়তে হয়

মীজু ভারতে তাদের স্মার্টফোনের সংখ্যা বাড়াতে একসাথে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে মীজু 6টি, মীজু সি9 ও মীজু 16টিএইচ লঞ্চ করা হয়েছে। মীজু সি9 5,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং মীজু এম6টির দাম কোম্পানি 7,999 টাকা রেখেছে। মীজু 16টিএইচ এই তিনটি ফোনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে দামী ফোন। এই ফোনটির সেল ডিসেম্বরেই শুরু হবে।
শাওমি ফ‍্যানদের জন্য সুখবর : কাল থেকে শুরু হতে চলেছে ‘আই লাভ এম‌আই’ সেল, এতে শাওমি ফোনের উপরে থাকবে অনেক ডিসকাউন্ট, 3,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

কোম্পানির পক্ষ থেকে ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2160 × 1080 পিক্সেল রেজলিউশনের 6.0 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। মীজু 16টিএইচ অ্যান্ড্রয়েড অরিওসহ কোম্পানির ওএস ফ্লেম 7 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে।
ভোডাফোন 159 টাকায় দিচ্ছে প্রতিদিন 1 জিবি 4জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল সম্পূর্ণ বিনামূল্যে

কোম্পানি এই ফোনে 6 জিবি র‍্যাম দিয়েছে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 630 জিপিইউ আছে। কোম্পানি এই ফোনে 64 জিবি ইন্টারনাল মেমরি যোগ করেছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য মীজু 16টিএইচের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.6 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।
ডুয়েল ডিসপ্লে ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে আসতে চলেছে ভিভো নেক্স 2, 11 ডিসেম্বর হতে পারে লঞ্চ

মীজু 16টিএইচ একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে অর্থাৎ ফোনটির ডিসপ্লেতে আঙ্গুল রাখা মাত্র ফোনটি আনলক হয়ে যাবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য মীজু 16টিএইচে 3,010 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। মীজু 16টিএইচ ফোনটি 39,999 টাকার বিনিময়ে মুনলাইট হোয়াইট ও মিডনাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here