গত মাসে আমাদের এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে Vivo খুব তাড়াতাড়ি ভারতে তাদের ভি সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে এবং এই সিরিজে কোম্পানি Vivo V17 এবং Vivo V17 Pro লঞ্চ করবে। আমরা আরও বলেছিলাম যে কোম্পানি Vivo V17 Pro তে ডুয়েল পপ আপ ক্যামেরা যোগ করবে। অর্থাৎ ফোনের পপ আপ সেটআপে দুটি সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এবার কোম্পানি Vivo V17 সিরিজের আগামী স্মার্টফোনের অফিসিয়াল পোস্টার চলে এসেছে এবং এর থেকে ফোনের ডুয়েল পপ আপ ক্যামেরার সত্যতাও প্রমাণ হয়ে গেছে।
খুব তাড়াতাড়ি ভারতে Vivo V17 Pro লঞ্চ হতে চলেছে। এতদিন এই খবর শুধুমাত্র লিকের মাধ্যমেই পাওয়া যাচ্ছিল। কিন্তু আমরা বলছি এই ফোনটির ভারতে লঞ্চের খবরটি সত্যি। লঞ্চের আগেই আমরা Vivo এর V17 Pro সম্পর্কে তাদের স্ট্র্যাটেজি জানতে পেরেছি যে কোম্পানি এই সপ্তাহেরই 9 তারিখ থেকে ভারতে Vivo V17 Pro এর ট্রেনিং শুরু করতে চলেছে যেখানে কোম্পানির প্রমোটার্সদের ফোনটির ফিচার, স্পেসিফিকেশন, দাম ও সেল সম্পর্কে তথ্য এবং কোম্পানির প্ল্যানিং জানানো হবে।
Vivo V17 Pro এর এই বিশেষ ট্রেনিং 9 সেপ্টেম্বর শুরু হতে চলেছে। ইন্ডাস্ট্রির সূত্র থেকে জানা গেছে যে ট্রেনিং শেষ হওয়ার পর কোম্পানি এই ফোনটি ডিজিটাল মিডিয়াতে টিজ করা শুরু করবে এবং এর কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটির অন্যতম বড়ো ফিচার হলো এই ফোনটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা ছয়টি ক্যামেরা সেন্সর সাপোর্ট করে।
আমাদের পাওয়া Vivo V17 Pro এর পোস্টারে এই ফোনটি বলিউড অভিনেতা আমির খানের হাতে দেখা গেছে। লুকের দিক থেকে ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ডিসপ্লেতে কোনো নচ বা অন্য কোনো সেন্সর দেওয়া হয়নি। ডিসপ্লের চারদিকই সম্পূর্ণ ভাবে বেজল লেস। সেলফির জন্য এতে পপ আপ মেকানিজম ব্যবহার করা হয়েছে। একই ভাবে এই ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরা সেটআপ ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে থাকবে। ক্যামেরা সেটআপের সঙ্গে ফ্ল্যাশ লাইটও দেওয়া হবে। চারটি ক্যামেরা সেন্সরের মধ্যে দুটি ফ্ল্যাশ লাইটের ওপরে এবং দুটি নিচে দেওয়া হবে।
ইউনিক ক্যামেরা সেগমেন্ট
Vivo V17 Pro ফোনটির সবচেয়ে বড়ো বিশেষত্ব হবে এই ফোনের দুর্দান্ত ক্যামেরা সেগমেন্ট। ফোনটির ফ্রন্ট প্যানেলে যেমন দুটি ক্যামেরা সেন্সর দেখা যাবে তেমনই ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। সেলফি ক্যামেরা সেন্সর দুটিই পপ আপ মেকানিজমের মধ্যে দেওয়া হবে। এতদিন শুধুমাত্র সিঙ্গেল পপ আপ সেলফি ক্যামেরা এবং শার্কফিন পপ আপ সেলফি ক্যামেরাওয়ালা ফোনই বাজারে দেখা যেত। সেখানে দাঁড়িয়ে Vivo V17 Pro ডুয়েল পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হতে চলা প্রথম স্মার্টফোন হতে চলেছে। Vivo V17 Pro তে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে।
স্পেসিফিকেশন
Vivo V17 Pro এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তাই ধরে নেওয়া যেতে পারে কোম্পানি তাদের এই বিশেষ ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করে মার্কেটে লঞ্চ করতে পারে। Vivo V17 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া ডুয়েল পপ আপ ক্যামেরার ক্ষেত্রে 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখা যেতে পারে।
Vivo V17 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে যা ভারতে 6 জিবি ও 8 জিবি র্যাম ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এছাড়া Vivo V17 Pro 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে দেখা যেতে পারে। আশা করা হচ্ছে 6 সেপ্টেম্বর Vivo Z1x লঞ্চ হওয়ার কিছু দিনের মধ্যেই কোম্পানি V17 সিরিজ পেশ করতে পারে। Vivo V17 Pro কবে ভারতে লঞ্চ হবে সেই তথ্যও পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন