Samsung Galaxy A90 সম্পর্কে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল যে কোম্পানি এই ফোনটির 4জি ভার্সনের সঙ্গে 5জি ভার্সনও লঞ্চ করবে। কয়েক দিন আগে আবার এই ফোনটি চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চের সঙ্গে সঙ্গে ওয়াইফাই সার্টিফিকেশন সাইট ওয়াইফাই অ্যালায়েন্সে দেখা গেছিল। এইসব লিস্টিং থেকে জানা যায় যে Samsung খুব তাড়াতাড়ি টেক মঞ্চে Galaxy A90 5G পেশ করে দেবে। আজ কোম্পানি এই ফোনটি অফিসিয়াল করে দিয়েছে।
4,000 টাকা সস্তা হলো Nokia 8.1, Nokia 8110 4G ফোন পাওয়া যাবে মাত্র 2,999 টাকার বিনিময়ে
Samsung Galaxy A90 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে তাদের হোম মার্কেট অর্থাৎ সাউথ কোরিয়াতে লঞ্চ করা হয়েছে। স্যামসাং ফোনটির সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিলেও ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। Samsung Galaxy A90 5G ফোনটির আন্তর্জাতিক দাম আগামী দিনে জানিয়ে দেওয়া হবে এবং আরও আশা করা হচ্ছে যে কোম্পানি Samsung Galaxy A90 5G ফোনটি ভারতেও লঞ্চ করবে।
লুক ও ডিজাইন
Samsung Galaxy A90 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে বেজল লেস ইনফিনিটি “ইউ” ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির তিনদিক বেজল লেস হলেও এর নিচের দিকে একটু চওড়া বডি পার্ট দেওয়া হয়েছে। এর ডিসপ্লের ওপরে ছোট “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের ঠিক নিচে ফ্ল্যাশ লাইট আছে। ফোনটির ব্যাক প্যানেলে অন্য কোনো সেন্সর দেওয়া হয়নি এবং মাঝ বরাবর Samsung এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
32 মেগাপিক্সেলের সেলফি এবং চারটি রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হলো 8 জিবি র্যামওয়ালা Huawei Nova 5T
ফিচার ও স্পেসিফিকেশন
Samsung Galaxy A90 5G ফোনটির সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো এই ফোনে 5জি সাপোর্ট করে। Samsung Galaxy A90 5G মডেল স্যামসাঙের নন ফ্ল্যাগশিপ ফোন যা 5জি কানেক্টিভিটি সাপোর্ট করে। কোম্পানি এই ডিভাইসটি কোয়ালকমের Snapdragon X50 5G মোডেমের সঙ্গে পেশ করা হয়েছে যার সাহায্যে এই ফোনটি Samsung Galaxy A90 এর এই মডেলটি 5G তে কাজ করবে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 855 দেওয়া হয়েছে।
Samsung Galaxy A90 5G ফোনটি 6.7 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত যার ফলে এই ফোনটির স্ক্রিন টাচ করলেই এই ফোনটি আনলক হয়ে যাবে। অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে 6 জিবি ও 8 জিবি র্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে।
কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেল 1 লক্ষ 20 হাজার Realme 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A90 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX586 সেন্সর দেওয়া হয়েছে। একই ভাবে ফোনটির ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A90 5G তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy A90 5G একটি ডুয়েল সিম ফোন যা 5জির সঙ্গে সঙ্গে ডুয়েল 4জি সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। Samsung Galaxy A90 5G তে Samsung DeX ফিচারও আছে। এই ফোনটির আন্তর্জাতিক দাম খুব তাড়াতাড়ি জানা যাবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন