Flipkart Republic Day Sale 2024 ডেট এবং ডিল, iPhone, OnePlus, Samsung এবং Redmi ফোনে পাওয়া যাবে অসাধারণ ডিল

বর্তমান স্মাজে অনলাইন শপিঙের ক্রেজ বেড়েই চলেছে। বাড়ি বসে জিনিস হাতে পাওয়ার পাশাপাশি ডিসকাউন্ট এবং অফার প্রয়োগ করে সাধারণ দকানের তুলনায় সস্তায় পাওয়া যায়। এবার Flipkart Republic Day Sale 2024 সম্পর্কে ঘোষণা করে দেওয়া হয়েছে। সাইটের পক্ষ থেকে সেলের ডেট ঘোষণার পাশাপাশি মোবাইল ফোন ও সেগুলির ডিল সম্পর্কেও জানানো হয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

Flipkart Republic Day Sale 2024 ডেট

শপিং সাইট ফ্লিপকার্ট জানিয়ে দিয়েছে আগামী 14 জানুয়ারি থেকে Flipkart Republic Day Sale 2024 সেল শুরু হবে। 6 দিনব্যাপী এই সেল চলবে 19 জানুয়ারি পর্যন্ত। এই সেল দুপুর 12টার সময় শুরু হবে এবং শেষ হবে রাত 12টার সময়। তবে কোম্পানি তাদের Republic Day Sale 2024 এর লাস্ট ডেট আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

Flipkart Plus ইউজারদের কোম্পানির পক্ষ থেকে এক্সট্রা বেনিফিট দেওয়া হবে। যাদের ফ্লিপকার্টের প্লাস অ্যাকাউন্ট রয়েছে তাঁরা এই সেলের আর্লি অ্যাক্সেস পাবেন। এই ধরনের গ্রাহকরা 13 জানুয়ারি মাঝরাত থেকেই Republic Day Sale 2024 এ কেনাকাটা করতে পারবেন।

নতুন ফোনে পাওয়া যাবে অফার

মার্কেটে উপস্থিত বিভিন্ন ফোনে ডিল ও অফারের সঙ্গে সঙ্গেই এতে বেশ কিছু এমন ফোনের সেল করা হবে যেগুলি প্রথমবার ভারতে সেল করা হবে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

  • POCO X6 Series (লঞ্চ ডেট 11 জানুয়ারি)
  • OPPO Reno 11 Series (লঞ্চ ডেট 12 জানুয়ারি)
  • Infinix Smart 8 (লঞ্চ ডেট 13 জানুয়ারি)
  • Samsung Galaxy S24 Series (লঞ্চ ডেট 17 জানুয়ারি)
  • Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G, Redmi Note 13 Pro Plus 5G
  • Vivo X100, Vivo X100 Pro

এইসব ফোনে পাওয়া যাবে ডিল

  • Apple iPhone 15, iPhone 14, iPhone 13, iPhone 12
  • Samsung Galaxy S21 FE 5G, Galaxy S22 5G, Galaxy F34 5G, Galaxy F14 5G
  • OnePlus 11R, OnePlus Nord 3, OnePlus Nord CE 3 5G, OnePlus Nord CE 3 Lite 5G
  • Vivo T2 Pro, Vivo T2x
  • POCO X5
  • Realme 11, Realme 11x 5G, Realme C53
  • Redmi 12, Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G
  • Moto Edge 40 Neo, Moto G54 5G, Moto G34 5G
  • OPPO Reno 10 Pro
  • Google Pixel 8, Pixel 7a

Flipkart Republic Day Sale 2024 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here