এবার থেকে সব মোবাইলে পাওয়া যাবে FM Radio! সরকারের তরফে জারি করা হল নয়া আদেশ

Highlights

  • এবার থেকে সব ফোনেই পাবেন FM Radio
  • সরকার মোবাইল কোম্পানিগুলোকে এটা করতে বলেছে।
  • জরুরি অবস্থার জন্য FM Radio কে অপরিহার্য বলে বর্ণনা করা হয়েছে।

আগে মোবাইল ফোনে মনোরঞ্জনের জন্য FM Radio খুবই উপযোগী ছিল। সময়ের সাথে সাথে ইন্টারনেট ডেটার ব্যবহার বাড়তে থাকে এবং রেডিও পিছিয়ে যেতে থাকে।মোবাইল কোম্পানিগুলোও তাদের স্মার্টফোনে FM রেডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে পুরানো দিনগুলি শীঘ্রই ফিরে আসতে পারে। কেন্দ্রীয় সরকার একটি আদেশ জারি করেছে যে সমস্ত মোবাইল উৎপাদনকারী কোম্পানিগুলোর তাদের ডিভাইসে FM রেডিও দেওয়া বাধ্যতামূলক। আরও পড়ুন: জেনে নিন Kaun Banega Crorepati এর 15তম সিজনের জন্য রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি

Ministry of Electronics and Information Technology (MeitY) একটি নতুন পরামর্শ জারি করে জানিয়েছে যে সব মোবাইল কোম্পানিকে তাদের নতুন ফোনে FM Radio দিতে হবে। কেন্দ্রীয় সরকার Indian Cellular and Electronics Association (ICEA) এবং Manufacturers’ Association for Information Technology (MAIT) এর কাছে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।

সব মোবাইল ফোনে FM Radio দেওয়ার কথা বলা হয়েছে

ফিচার ফোনে FM Radio থাকলেও এই ফাংশনটি আজকাল স্মার্টফোনগুলিতে খুব কমই দেখা যায়। অনেক মোবাইল ব্র্যান্ডের ডিভাইসে FM রেডিওর ফিচারটি নেই। কিন্তু এখন সরকার বলছে যে প্রতিটি ধরনের মোবাইল ডিভাইসে FM রেডিও রিসিভার দিতে হবে এবং তা এক্টিভ রাখতে হবে। সরকার স্পষ্টভাবে বলেছে যে ফোনে উপস্থিত চিপসেট যদি রেডিও ফাংশন সাপোর্ট করে তাহলে কোনও মোবাইল কোম্পানি সেটি নিষ্ক্রিয় করতে পারবে না। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ার সহ 20 হাজারের কম দামে লঞ্চ হবে Lava Agni 2 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ফোনে FM Radio দেওয়ার সুবিধা

  • FM Radio এর জন্য ইন্টারনেট ডেটার প্রয়োজন নেই।
  • মোবাইল নেটওয়ার্ক ছাড়াও এটি চালানো যাবে।
  • দুর্যোগের সময় এর মাধ্যমে মেসেজ পাঠানো যায়।
  • জরুরী পরিস্থিতিতে রেডিওর মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যেতে পারে।

সরকারের এমন সিদ্ধান্তের পেছনে কারণ গুলি হল FM Radio যোগাযোগের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম। জরুরী অবস্থা এবং দুর্যোগের সময় এটি খুবই সহায়ক হতে পারে। এর মাধ্যমে জনগণকে সতর্কবার্তা পাঠানো যাবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল ও গ্রামেও মেসেজ দেওয়া যাবে। FM Radio চালানোর জন্য ফোনের কোনো ইন্টারনেট ডেটার প্রয়োজন হয় না এবং কম নেটওয়ার্ক কভারেজেও শোনা যায়।

মোবাইল কোম্পানিগুলো তাদের স্মার্টফোনে FM Radio কেন দেয় না?

স্মার্টফোনে উপস্থিত বেশিরভাগ LTE modem রেডিও অ্যাক্সেস করতে সক্ষম, তবে মোবাইল কোম্পানিগুলি আজকাল সেগুলি disable করে দেয়। যদিও এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ স্পষ্টভাবে বলা হয়নি, তবে মনে করা হয় যে অনলাইন অডিও স্ট্রিমিং পরিষেবার জন্য FM Radio বন্ধ রয়েছে। সেইজন্য ইউজাররা ফ্রিতে রেডিও পরিষেবা চালাতে পারে না এবং অন্যান্য অ্যাপ এবং সার্ভিস বেছে নেয়। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO F23 5G স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন এবং দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here