6GB RAM ও 4000mAh ব‍্যাটারীর সঙ্গে লো বাজেটে লঞ্চ করা হবে সুন্দর স্মার্টফোন, চ‍্যালেঞ্জের মুখে পড়বে Realme-Xiaomi

আরও একবার Gionee নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে মার্কেটে গ্ৰাহকদের আকর্ষণ করতে চাইছে। কিছু দিন আগে কোম্পানি ভারতে লো বাজেটে Gionee Max স্মার্টফোন পেশ করেছিল। এবার আমরা গুগল প্লে কনসোলের লিস্টিংং থেকে নতুন Ginoee M12 এর স্পেসিফিকেশন জানতে পেরেছি। লিস্টিঙে এই Ginoee ফোনের মডেল নাম্বার H603B বলা হয়েছে। এই গুগল প্লে কনসোল থেকেই জানা গেছে কোম্পানির এই আগামী স্মার্টফোনের নাম হবে Gionee M12। এই ফোনটিকে চীনের মার্কেটে গত সেপ্টেম্বর মাসে লঞ্চ করা  Gionee M12 Pro এর ছোট ভার্সন মনে করা হচ্ছে। আপাতত Gionee M12 এর দাম ও লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আমরা মনে করছি এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হতে চলেছে।

লিস্টিং অনুযায়ী Gionee M12 ফোনটি MediaTek Helio P22 চিপসেটে রান করবে ও এটি 4GB ও 6GB ভেরিয়েন্টে পেশ করা হবে। এতে 720p ডিসপ্লে ও ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোল কাট‌আউট কর্নার থাকবে। এছাড়া Gionee M12 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

আমরা Gionee M12 এর এই স্পেসিফিকেশন গুগল প্লে কনসোল থেকে জানতে পেরেছি। তবে এখন‌ও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানা যায়নি। আমরা আশা করছি এই বছর শেষ হ‌ওয়ার আগেই মার্কেটে Gionee M12 ফোনটি চলে আসবে।

মনে করিয়ে দিই Gionee M12 Pro তে MediaTek Helio P60 চিপসেট, HD+ ওয়াটারড্রপ ডিসপ্লে, 16MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও 4,000mAh ব‍্যাটারী দেওয়া হয়েছিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কোম্পানির আগামী Gionee M12 এর লঞ্চ ডেট, দাম ও সেলসহ বিভিন্ন তথ্য লিক হ‌ওয়ার আশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here