হ‍্যাকারদের হাত থেকে বাঁচানোর জন্য এসে গেল বিশ্বের সবচেয়ে সেফ Android Phone, জেনে এর প্রাইস

আজকের দিনে স্মার্টফোনে হ‍্যাকিঙের খবর সাধারণ হয়ে গেছে। কিন্তু এই খবরের মাঝে একটি এরকম Android স্মার্টফোন পদক্ষেপ রেখেছে যার মধ্যে বড়ো বড়ো হ‍্যাকাররাও কিছু করতে পারবে না। এই কথাটি দাবি স্বয়ং কোম্পানি, যারা এটিকে বানিয়েছে। আসলে জার্মানির IT সিকিউরিটি কোম্পানি Nitrokey স্মার্টফোন বাজারে কদম রেখেছে আর নিজের প্রথম স্মার্টফোন NitroPhone 1 লঞ্চ করেছে। ফোনের দাম $750 অর্থাৎ 54,745 টাকা প্রায়। কোম্পানি দাবি করেছে যে এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

NitroPhone 1 SmartPhone

আসলে Nitrokey কোম্পানি এন্ক্রিপ্টেড ইউএসবি স্টিক আর এরকমই অন‍্য প্রোডাক্টের জন সারা বিশ্বে পরিচিত। Nitrokey কোম্পানি NitroPhone 1 স্মার্টফোনে‌র সাথেই মোবাইল ফোনের দুনিয়াতে কদম রেখেছে। NitroPhone 1 এ সিকিউরিটি, প্রাইভেসি আর সিম্পল ইউজার এক্সপেরিয়েন্সের সাথে মডার্ন হার্ডওয়্যার পাওয়া যাবে।

আপনার জানার জন্য বলে দিই যে NitroPhone 1 আসলে এটি গুগলের Pixel 4a স্মার্টফোন, যার মধ্যে কোম্পানি GrapheneOS ইন্সটল করেছে। এটি Android এর একটি সিকিউরিটি-হার্ডেন ভার্সন যা গুগল সার্ভিস সরিয়ে দেয় আর সুরক্ষা প্রনালী অ্যাড করে। অথচ ফোনে গুগল মোবাইল সার্ভিসের সাপোর্ট পাওয়া যাবে না। কিন্তু এরপরেও আপনি গুগল অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

NitroPhone 1 এর বৈশিষ্ট্য

কোম্পানি জানিয়েছে যে হ‍্যাকাররা কোনোভাবেই এই ফোনের অ্যাপ ডিভাইসের IMEI আর সিরিয়াল নাম্বার, সিম কার্ড সিরিয়াল নাম্বার, সাব্সক্রাইবার আইডি, ম‍্যাক অ্যাড্রেসের মতো ডিটেইলসের অ্যাক্সেস করতে পারবে না। এছাড়া ফোনে লিমিটেড অ্যাপ প্রি-ইন্সটল করা থাকবে। এইটুকু‌ই না কোম্পানি সিকিউরিটি বাড়ানোর জন্য ডিভাইস থেকে মাইক্রোফোন‌ও সরিয়ে দিয়েছে, যাতে কেউ আপনার অনুমতি ছাড়া আপনার কথা শুনতে না পারে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ফোনটি সেই সব লোকেদের জন্য যারা নিজের পার্সোনাল ডেটা‌র সুরক্ষা সম্পর্কে চিন্তিত থাকে।

NitroPhone 1 এর স্পেসিফিকেশন্স

যদি কথা বলা হয় ফোনের স্পেসিফিকেশন্সের তাহলে এটি একদম‌ই পিক্সেল 4এ এর মতোই। এই ফোনটিকে 19.5:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হবে যা 1080 × 2340 পিক্সেল রেজল্যুশনের 5.81 ইঞ্চির ফুল‌এইচডি+ ও‌এল‌ইডি ডিসপ্লে সাপোর্ট করে। ফোন ডিসপ্লে‌র তিনদিকে যেখানে বেজলস আছে আবার উপরের বাঁদিকে পাঞ্চহোল আছে। Google Pixel 4a এ আলবেজ অন ডিসপ্লে দেওয়া আছে যা এইচডি‌আর আর 443 পিপিআই সাপোর্ট করে।

এর সাথেই ফোনটি অক্টাকোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। ফোটোগ্রাফি সেগ্মেন্টের কথা বললে Google Pixel 4a এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক প‍্যানেলের উপরের দিকে স্কোয়ার শেপে আছে। এই ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.7 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে যা এইচডিআর+, প্রোট্রেট মোড, নাইট সাইট, আইওএস আর ভিডিও স্টেবেলাইজেশানের মতো ফিচার আছে। এইভাবেই সেল্ফির জন্য এই ফোনটি এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here