Google Pixel 5 লঞ্চের আগেই জানা গেল এর অফিসিয়াল দাম, জেনে নিন কবে লঞ্চ ও প্রাইস

দীর্ঘদিন ধরে টেক জগতে Google এর আপকামিং Pixel ডিভাইসের অপেক্ষা করা হচ্ছে। জানা গেছে আগামী 30 সেপ্টেম্বর Google Pixel 5 এর লঞ্চ ইভেন্টের আয়োজন করা হচ্ছে। কিন্তু এবার লিকস্টার অন প্রসর তাঁর শেয়ার করা লিকে জানিয়েছেন Google Pixel 5 এর শুধুমাত্র প্রি অর্ডার শুরু হবে আগামী 30 সেপ্টেম্বর থেকে। এছাড়া ফোনটি লঞ্চ হবে 15 অক্টোবর এবং গ্ৰাহকদের এটি হাতে পাওয়ার জন্য অক্টোবরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু অন্য দিকে গুগলের একটি ভুলের জন্য Google Pixel 5 লঞ্চের আগেই ফোনটির দাম ও ডিজাইন অফিসিয়ালি সামনে এসে গেছে।

আরও পড়ুন: 4GB RAM, 6.8 inch পাঞ্চ হোল ডিসপ্লে, কোয়াড ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন

বিগত কিছু দিন ধরে গুগল তাদের Google Pixel 5 ও Google Pixel 4a 5G এর প্রমোশন নিয়ে মেতে রয়েছে। এই প্রমোশনের চক্করেই কোম্পানি ভুল করে গুগল জাপানের ওয়েবসাইটে Google Pixel 5 এর একটি ভিডিও পোস্ট করে দেয় যেখানে ফোনটির ফ্রন্ট প‍্যানেলের ডিজাইন ও দাম দেখা গেছে। যদিও পরে এটি সরিয়ে দেওয়া হয়।

দাম

কিন্তু সরানোর আগেই 9to5google এটি স্পট করে নেয়। রিপোর্ট অনুযায়ী Google Pixel 5 ফোনটি প্রায় 74,800 Yen (প্রায় 52,000 টাকা) দামে পেশ করা হবে। লিক ভিডিও থেকে ফোনটির সম্পূর্ণ ডিজাইন সম্পর্কে জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে Google Pixel 5 ফোনটি কিছু দিন আগে লঞ্চ করা Google Pixel 4A ফোনটির মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হতে পারে। লিক ভিডিওতে Google Pixel 5 ফোনটিতে 5জি কানেক্টিভিটি দেওয়ার আভাস পাওয়া গেছে।

আরও পড়ুন: প্রস্তুত Nokia: নভেম্বরে লঞ্চ হবে Nokia 9.3 PureView, Nokia 7.3 5G এবং Nokia 6.3

স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী Google Pixel 5 এ 6 ইঞ্চির 90Hz OLED প‍্যানেল দেখা যেতে পারে যা গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড হবে। এই ফোনে 765জি চিপসেট দেওয়া হবে। ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হতে পারে। এছাড়া Google Pixel 4a 5G ফোনটি কিছু দিন আগে লঞ্চ করা কোম্পানির Google Pixel 4a ফোনটির 5জি ভার্সন হতে চলেছে।

কিন্তু দুর্ভাগ্যবশত Google Pixel 5 এবং Pixel 4a 5G ভারতে লঞ্চ করা হবে না। তাই ভারতীয়দের শুধুমাত্র Google Pixel 4a ফোনটির জন্য অপেক্ষা করতে হবে। বর্তমানে মনে করা হচ্ছে আগামী অক্টোবর মাসে ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here