4GB RAM, 6.8 inch পাঞ্চ হোল ডিসপ্লে, কোয়াড ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন

কিছু দিন আগে টেকনো ভারতে তাদের 6,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন Tecno Spark 6 Air লঞ্চ করেছিল। ভারতে ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হয় যার প্রাথমিক দাম 7,999 টাকা। ভারতে এই ফোনটি সাফল্য পাওয়ার পর কোম্পানি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে এই সিরিজের‌ই আরেকটি নতুন ফোন Tecno Spark 6 নামে লঞ্চ করেছে। এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন: প্রস্তুত Nokia: নভেম্বরে লঞ্চ হবে Nokia 9.3 PureView, Nokia 7.3 5G এবং Nokia 6.3

Tecno Spark 6 

কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 6 ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 720 × 1640 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.8 ইঞ্চির এইচডি+ ডট ইন ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে বডি পার্ট আছে। ডিসপ্লের ওপরের বাঁদিকে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। Tecno Spark 6 এর ডিসপ্লে 264ppi পিক্সেল ডেনসিটি এবং 480 নিটস ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম।

Tecno Spark 6 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং হাইওএস 7.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট ব‍্যবহার করা হয়েছে। পাকিস্তানে ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসছে 5000mAh ব‍্যাটারী ও 64MP কোয়াড ক‍্যামেরাওয়ালা Realme 7i, লাইভ হল সাপোর্ট পেজ

ফোটোগ্রাফির জন্য Tecno Spark 6 ফোনটিতে ওয়ানপ্লাস 7টির মতো ডিজাইনে তৈরি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি AI সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

Tecno Spark 6 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

আরও পড়ুন: কমে গেছে 6000mAh ব‍্যাটারী ও 64MP ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy M31s এর দাম, জেনে নিন কতটা সস্তা হল

দাম

পাকিস্তানে Tecno Spark 6 ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির সঙ্গে PKR 20,599 দামে লঞ্চ করা হয়েছে। এই দাম ভারতীয় টাকার দরে 9,200 টাকার কাছাকাছি। এই ফোনটি Comet Black, Dynamic Orange, Misty Violet ও Ocean Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি ভারতে লঞ্চ করবে কি না সেবিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here