Google Pixel 7A নাকি OnePlus 11R? কোন স্মার্টফোনটি বেশি শক্তিশালী? জেনে নিন ডিটেইলস

Google সম্প্রতি তাদের লেটেস্ট মিড বাজেট স্মার্টফোন Pixel 7A লঞ্চ করেছে। এই Google ফোনটি একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন। তবে এই ফোনটিকে জোরদার টক্কর দিচ্ছে OnePlus 11R স্মার্টফোন। Google এর লেটেস্ট Pixel স্মার্টফোনটিতে OLED ডিসপ্লে, 64MP ডুয়াল ক্যামেরা, দুর্দান্ত ক্যামেরা ফিচার রয়েছে। অন্যদিকে OnePlus 11R ফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC চিপসেট দেওয়া হয়েছে। এই পোস্টে আমি আপনাদের Google Pixel 7A এবং OnePlus 11R স্মার্টফোনের মধ্যে তুলনা করে জানাব যে কোন ফোনটি বেশি শক্তিশালী।

Google Pixel 7A এবং OnePlus 11R স্মার্টফোন্র দাম এবং কালার অপশন

  • Google Pixel 7A স্মার্টফোনটি একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ 43,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি Charcoal (Dark Grey), Sea (light blue) এবং Snow (সাদা) এই তিনটি কালার অপশনে পাওয়া যায়।
  • OnePlus 11R স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের প্রথম ভেরিয়েন্টটি 8GB + 128GB এর সাথে 39,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় অর্থাৎ 16GB + 256GB এর টপ ভেরিয়েন্টের দাম 44,999 টাকা। এই OnePlus ফোনটি Sonic Black এবং Glastic Silver কালার অপশনে পাওয়া যায়।

Google Pixel 7A এবং OnePlus 11R স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লে

  • Google Pixel 7a: 6.1-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে
  • OnePlus 11R: 6.74 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে

Google Pixel 7a স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশরেট সহ একটি 6.1-ইঞ্চি FHD + OLED ডিসপ্লে রয়েছে। Google এর এই লেটেস্ট ফোনটিতে Corning Gorilla Glass, অলওয়েজ অন ডিসপ্লে এবং নাউ প্লেয়িং ফিচার, HDR এবং হাই ব্রাইটনেস মোডের মতো ফিচার রয়েছে।অন্যদিকে OnePlus 11R স্মার্টফোনটিতে একটি 6.74-ইঞ্চি P3 10-bit কার্ভ AMOLED প্যানেল রয়েছে, যার রেজলিউশন 1.5K, এই ফোনে 40, 60, 90 এবং 120Hz রিফ্রেশ রেট পাওয়া যায়। এতে একটি কার্ভ প্যানেল রয়েছে।

প্রসেসর

  • Google Pixel 7a: Tensor G2 চিপসেট
  • OnePlus 11R: Snapdragon 8+ Gen 1 চিপসেট

লেটেস্ট Pixel 7a স্মার্টফোনে সিকিউরিটির জন্য কোম্পানির ইন-হোম Tensor G2 চিপসেট এবং সিকিউরিটির জন্য Titan M2 চিপ দেওয়া হয়েছে। OnePlus 11R স্মার্টফোনটি Qualcomm-এর সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাথে পেশ করা হয়েছে।

RAM এবং স্টোরেজ

  • Google Pixel 7a: 8GB+128GB
  • OnePlus 11R: 8GB/12GB+128GB/256GB 8GB

Google-এর বাজেট স্মার্টফোনটি LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ সহ মার্কেটে আনা হয়েছে। OnePlus 11R ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে আসে। এই ফোনে 8GB LPDDR5X RAM এর সাথে 128GB UFS3.1 স্টোরেজ রয়েছে।এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 16GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেম

  • Google Pixel 7a: Android 13
  • OnePlus 11R: Android 13

Google Pixel 7a স্মার্টফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করে। Google এর মতে এই ফোনে 5 বছরের জন্য সফটওয়্যার আপডেট দেওয়া হবে। এই OnePlus ফোনটি Android 13 বেসড OxygenOS কাস্টম স্কিনে রান করে।

ব্যাটারি এবং চার্জিং

  • Google Pixel 7a: 4300mAh এবং ফাস্ট চার্জ
  • OnePlus 11R: 5,000mAh এবং 100W ফাস্ট চার্জ

Google Pixel 7A ফোনে একটি 4300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট এবং Qi ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে। OnePlus 11R স্মার্টফোনের 5,000mAh ব্যাটারি রয়েছে যা 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা

  • Google Pixel 7a: 64MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • OnePlus 11R: 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা

এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 64MP, যার অ্যাপারচার f/1.89, ফিল্ড অফ ভিউ 80-ডিগ্রি এবং 8x পর্যন্ত সুপার রেজোলিউশন জুম রয়েছে। সেকেন্ডারি ক্যামেরাটি f/2.2 অ্যাপারচার যুক্ত 13MP আল্ট্রা-ওয়াইড সেন্সর সাপোর্ট করে। সেলফি ক্যামেরার জন্য এই ফোনটিতে রয়েছে 13MP ক্যামেরা রয়েছে। ক্যামেরা ফিচারের মধ্যে Pixel 7a ফোনে ফটো আনবার্লার, ম্যাজিক ইরেজার, নাইট সাইট, লং এক্সপোজার, রিয়েল টোন, ফেস আনবার্লার, প্যানোরামা, ম্যানুয়াল হোয়াইট ব্যালেন্সিং, টপ শট, পোর্ট্রেট মোড, সুপার রেজলিউশন জুম সাপোর্ট দেওয়া হয়েছে।

OnePlus 11R স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা হল 50MP Sony IMX890 সেন্সর, যা OIS এবং EIS সাপোর্ট করে। এই ফোনে 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর সহ ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা টিউন করেছে Hasselblad।

কানেক্টিভিটি এবং অন্যান্য ফিচার

Google Pixel 7a স্মার্টফোনটিতে 5G, 4G LTE, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.3, GPS, NFC এবং USB Type-C পোর্ট চার্জিং দেওয়া হয়েছে। Pixel 7a স্মার্টফোনটির ডায়মেনশন 9mm X 152mm x 72.9mm এবং ওজন 193.5 গ্রাম। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, 2টি মাইক্রোফোন, IP76 রেটিং দেওয়া হয়েছে।

OnePlus 11R স্মার্টফোনে 5G, Wi-Fi 6E, Bluetooth 5.2, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে। এই ফোনের ডায়মেনশন 163.1×74.1×8.53mm এবং ওজন 205 গ্রাম। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Dolby Atmos এবং অ্যালার্ট স্লাইডার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here