লঞ্চ হল Google Pixel 8 এবং Pixel 8 Pro, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

Google গতকাল তাদের নতুন স্মার্টফোন সিরিজ হিসাবে ‘পিক্সেল 8’ সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে স্টাইলিশ লুক, অ্যাডভান্স ফিচার এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই পোস্টে উভয় ফোনের দাম ও সেল সহ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: মাত্র 6999 টাকা দামে লঞ্চ হল Lava O1, রয়েছে 7GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি

Google Pixel 8 এবং Pixel 8 Pro এর দাম

কোম্পানির লেটেস্ট Google Pixel 8 ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ 75,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে Google Pixel 8 Pro ফোনটি 1,06,999 টাকা দামে 12GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে উভয় স্মার্টফোনের প্রিবুকিং শুরু করে দেওয়া হয়েছে এবং আগামী 14 অক্টোবর থেকে এই ফোনের সেল শুরু হবে।

Google Pixel 8 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Google Pixel 8 Pro তে 1344 x 2992 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং এই অলওয়েজ অন ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
  • প্রসেসর: এই ফোনটিতে টেন্সর জি3 চিপসেট যোগ ক্তা হয়েছে এবং এটি টাইটান এম2 সিকিউরিটি মাইক্রো প্রসেসরের সঙ্গে কাজ করে।
  • ওএস: Pixel 8 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। এই নতুন ওএসের সঙ্গে পেশ করা এটি প্রথম স্মার্টফোন। এই ফোনটিতে আগামী 7 বছর পর্যন্ত ওএস আপডেট পাবে। ফলে আগামী কয়েক বছর পর্যন্ত এই ফোনে নিশ্চিন্তে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন উপভোগ করা যাবে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 30এক্স জুম সাপোর্টেড 48 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 10.5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 5,050 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 30 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। এছাড়া ফোনটি ওয়্যারলেস চার্জিং ফিচারও সাপোর্ট করে।

Google Pixel 8 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.2 ইঞ্চির পাঞ্চ হোল ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই অলওয়েজ অন ডিসপ্লেটি 120 হার্টস রিফ্রেশরেট, 2000 নিটস ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস ভিক্টাস সাপোর্ট করে। এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
  • প্রসেসর: Google Pixel 8 ফোনটি টাইটান এম2 সিকিউরিটি মাইক্রো প্রসেসর সহ টেন্সর জি3 চিপসেটে কাজ করে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি আগামী 7 বছর প্রজন্য ওএস আপডেট, সিকিউরিটি আপডেট এবং ফিচার ড্রপ আপডেট পাবে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 10.5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,575 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি 27 ওয়াট ফাস্ট চার্জিং এবং 18 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here