অনলাইনে লিক হল Google Pixel 9a ফোনের হ্যান্ডস-অন ভিডিও, দেখে নিন ডিটেইলস

Google এর Pixel সিরিজের অধীনে আপকামিং Pixel 9a ফোনটি লঞ্চ করা হতে পারে। 19 মার্চ ফোনটি লঞ্চ করা হতে পারে এবং এরপর থেকেই সেল শুরু হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা Pixel 9a ফোনের মার্কেটিং ম্যাটেরিয়েলের মাধ্যমে এর ডিজাইন এবং প্রায় সমস্ত স্পেসিফিকেশন জানা গিয়েছিল। এবার লঞ্চের কিছু দিন আগেই ফোনের হ্যান্ডস-অন ভিডিও ক্লিপ ইন্টারনেটে লিক হয়ে গেছে।

Google Pixel 9a এর হ্যান্ডস-অন ভিডিও (লিক)

  • Reinosa, Spain এর মাধ্যমে Google Pixel 9a ফোনের হ্যান্ডস-অন ভিডিও ক্লিপ অনলাইনে প্রকাশ্যে এসেছে। Alexis Garza এর মাধ্যমে YouTube চ্যানেলে ভিডিওটি শেয়ার করা হয়েছে। তিনি জানিয়েছেন এই ইউনিটটি তাঁর এক ফলোয়ারের মাধ্যমে পেয়েছেন।
  • ভিডিওর মাধ্যমে Pixel 9a ফোনের প্রতিটি অ্যাঙ্গেল দেখানো হয়েছে। এর মাধ্যমে ফোনটি ব্ল্যাক কালার অপশনে দেখা গেছে। এর অফিসিয়াল নাম Obsidian বলে জানানো হয়েছে।

  • ফ্ল্যাগশিপ Pixel 9 সিরিজের ডিজাইন পরিবর্তন ঘটিয়ে এবার ফোনের ব্যাক প্যানেল সম্পূর্ণ ফ্ল্যাট এবং এতে কোনো উঁচু বার নেই।
  • ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেন্সরের জন্য ছোট ওভাল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এর ঠিক পাশে একটি LED ফ্ল্যাশ রয়েছে।
  • Google Pixel 9a ফোনে বক্সী ডিজাইন সহ রাউন্ড এজ দেওয়া হয়েছে। ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে।
  • এর মাধ্যমে ফোনটি অত্যন্ত পাতলা বেজাল সহ ফ্ল্যাট ডিজাইন থাকবে এবং সেন্টার পজিশনে পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হবে বলে বোঝা যাচ্ছে।
  • ভিডিও ক্লিপের মাধ্যমে Pixel 9a ফোনের ভিডিও রেকর্ডিং ক্ষমতা এবং ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা সাহায্যে তোলা স্টিল ইমেজের স্যাম্পেল দেখানো হয়েছে। এর মাধ্যমে জানা গেছে ফোনটিতে 2x জুম দেওয়া হয়েছে।

Google Pixel 9a সম্পর্কে জানা গেছে:

সম্প্রতি প্রকাশ্যে আসা Pixel 9a ফোনের মার্কেটিং ম্যাটেরিয়েলের মাধ্যমে এর কালার অপশন এবং বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছিল। এই ফোনটিতে Google Gemini সাপোর্ট, Theft Protection, এবং অন্যান্য ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। FCC সার্টিফিকেশন সাইটের মাধ্যমে এই ফোনটি Pixel 9 সিরিজের মতো স্যাটেলাইট কানেক্টিভিটি সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।

  • ডিসপ্লে: Google Pixel 9a ফোনটিতে 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 1,800 নিটস HDR ব্রাইটনেস এবং 2,700 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
  • প্রসেসর: আপকামিং ফোনটিতে স্ট্যান্ডার্ড Pixel 9 সিরিজের মতো Tensor G4 চিপসেট দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফোনটিতে 48MP GN8 প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে ফ্রন্টে Pixel 8a ফোনের মতো 13MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: Pixel 9a ফোনে 23W ওয়ার্ড এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি এখনও পর্যন্ত সমস্ত Pixel ফোনের থেকে বড় ব্যাটারি হবে।
  • কালার অপশন: ফোনটি Obsidian, Porcelain, Peony এবং Iris মতো কালার অপশনে পেশ করা হবে।

রিপোর্ট অনুযায়ী Google Pixel 9a ফোনটি আমেরিকাতে 128GB মডেলের দাম $499 অর্থাৎ প্রায় 43,500 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম $599 অর্থাৎ প্রায় 52,300 টাকা রাখা হতে পারে। এই 256GB স্টোরেজ অপশন টপ মডেলের জন্য মনে করা হচ্ছে, কারণ Pixel 8a ফোনটি $559 অর্থাৎ প্রায় 48,800 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

19 মার্চ Pixel 9a ফোনটি লঞ্চ করা হবে এবং 26 মার্চ থেকেই সেল শুরু হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি ভারতীয় বাজারেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ভারতে Pixel 8a ফোনটির দাম 52,999 টাকা থেকে শুরু হত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here