ডেটা চুরি করে এই 17টি বিপজ্জনক মোবাইল অ্যাপ, এখনই ডিলিট করুন

আজকের দিনে দাঁড়িয়ে বলতে গেলে স্মার্টফোন আমাদের জীবনে অক্সিজেনের মতোই অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই ফোনের মাধ‍্যমেই আমরা বিভিন্ন অ্যাপ ও গেমের নেশায় মত্ত হয়ে পড়ি। কিন্তু কিছু অ্যাপ আমাদের ডেটা ক্রমাগত চুরি করে চলেছে এবং আমরা তা টের পর্যন্ত পাই না। এই সমস‍্যার সমাধান করার জন্য গুগল ক্রমাগত তাদের প্লে স্টোর থেকে এই ধরনের অ্যাপ সরিয়ে চলেছে। আরও একবার গুগলের পক্ষ থেকে এমন 17টি বিপজ্জনক অ্যাপ ডিলিট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই অ্যাপগুলি জোকার ম‍্যাল‌ওয়‍্যার এফেক্টে কাজ করত। যার প্রধান কাজ ইউজারের ফোন থেকে ম‍্যাসেজ ও কন্ট‍্যাক্ট চুরি করা। এর মধ্যে বেশিরভাগই স্ক‍্যানার জাতীয় অ্যাপ। এছাড়া কিছু ম‍্যাসেজিং অ্যাপ ও ফোটো এডিট‍র‌ও আছে।

আরও পড়ুন: Lava আনছে 5টি নতুন সস্তা ‘ইন্ডিয়ান’ ফোন, চাইনিজ ব্র‍্যান্ডকে টক্কর দেবে এই লো বাজেট ফোন

ডাউনলোড হয়েছে 1 লক্ষ 20 হাজার বার

Zscaler ThrearLabZ ফার্মের রিসার্চার টীম এই অ্যাপগুলিতে লেটেস্ট জোকার ম‍্যালওয়‍্যার স্পট করেছে। ফার্মের রিসার্চার টীম তাদের ব্লগে লিখেছেন তারা 17টি বিভিন্ন অ্যাপে এই বিপজ্জনক ম‍্যাল‌ওয়‍্যার পেয়েছেন। ফার্মের বক্তব্য অনুযায়ী এই 17টি অ্যাপ মিলিতভাবে মোট 1,20,000 বার ডাউনলোড করা হয়েছিল। ফার্মের নিয়মিত পরীক্ষার পর Google Android এর সিকিউরিটি টীমকে জানালে তারা এই 17টি সন্দেহজনক অ্যাপকে সরিয়ে দেওয়া হয়। তবে যাদের ফোনে আগে থেকে এই অ্যাপগুলি ইনস্টল করা ছিল তাদের নিজে থেকে এই অ্যাপ আন‌ইনস্টল করতে হবে।

করা হতো ফোনের কন্ট‍্যাক্ট ও ম‍্যাসেজ চুরি

Zscaler এর রিসার্চার একটি বক্তব্যে বলেন, “জোকার ও এই ধরনের বিভিন্ন ম‍্যাল‌ওয়‍্যার ক্রমাগত অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষতি করে চলেছে। এই ধরনের ম‍্যাল‌ওয়‍্যার সম্পর্কে সচেতন করার পরেও অনেক ইউজার এই অ্যাপগুলি ডাউনলোড করেন। আসলে এইসব আ্যাপ স্পাইওয়্যারের কাজ করে। অর্থাৎ ফোন থেকে গুরুত্বপূর্ণ ডেটা বাছাই করে চুরি করা। যেমন উল্লেখযোগ্য ফোনের কন্ট‍্যাক্ট, এস‌এম‌এস ও বিভিন্ন প্রয়োজনীয় ফাইল।”

উল্লিখিত 17টি অ্যাপের লিস্ট

  • All Good PDF Scanner
  • Mint Leaf Message-Your Private Message
  • Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
  • Tangram App Lock
  • Direct Messenger
  • Private SMS
  • One Sentence Translator – Multifunctional Translator
  • Style Photo Collage
  • Meticulous Scanner
  • Desire Translate
  • Talent Photo Editor – Blur focus
  • Care Message
  • Part Message
  • Paper Doc Scanner
  • Blue Scanner
  • Hummingbird PDF Converter – Photo to PDF
  • All Good PDF Scanner

NOTE: আপনার ফোনে উপরোক্ত অ্যাপের মধ্যে একটিও থেকে থাকলে এখনই ডিলিট করুন। এগুলি আপনার অজান্তেই ফোন থেকে আপনার ব‍্যাক্তিগত ডেটা চুরি করে চলেছে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here