OPPO হোম মার্কেট চিনে নতুন বাজেট স্মার্টফোন OPPO A35 কে লঞ্চ করে দিয়েছে। চাইনিজ স্মার্টফোন কোম্পানি এই স্মার্টফোনকে ভারতে আগেই অন্য নামে লঞ্চ করেছে। ওপ্পোর এই স্মার্টফোন ভারতে গত বছর ডিসেম্বর মাসে Oppo A15s এই নামে প্রবেশ করেছিল। OPPO A35 স্মার্টফোনকে চিনে মিডিয়াটেক Helio P35 চিপসেট আর 13 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপের সাথে পেশ করা হবে। এখানে আমরা আপনাকে ওপ্পোর লেটেস্ট স্মার্টফোনের স্পেসিফিকেশন্স আর ফিচার্স সম্পর্কে ডিটেইলে বলবো।
OPPO A35 স্পেসিফিকেশন্স
OPPO A35 স্মার্টফোনে কোম্পানি 6.52 ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া আছে, যার রিফ্রেশ রেট 60Hz আর রেজিউলেশন 720×1600 পিক্সেল, আস্পেক্ট রেশিও 20:9 আর ব্রাইটনেস 480 নিটস। এর সাথেই ডিসপ্লেতে ফ্রন্ট ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ স্টাইল নচ দেওয়া আছে। এই স্মার্টফোনে পারফরম্যান্স এর জন্য Mediatek এর Helio P35 চিপসেট দেওয়া হয়েছে। ওপ্পোর এই স্মার্টফোনে 4GB র্যাম আর 128 GB স্টোরেজের সাথে মার্কেটে আনা হয়েছে। এর সাথেই বেশি স্টোরেজের জন্য ইউজার্সরা ফোনে microSD কার্ড ব্যবহার করতে পারবে।
ক্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বললে OPPO A35 স্মার্টফোনের ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের, যার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর LED ফ্ল্যাশের সাথে দেওয়া হয়েছে। এর সাথেই ওপ্পো এর এই স্মার্টফোনে সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য 8মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে।
OPPO A35 স্মার্টফোন লেটেস্ট Android 11 এ আধারিত কোম্পানির কাস্টম ইউজার ইন্টারফেস ColorOS 7.2 এ কাজ করে। ব্যাটারীর কথা বললে ওপ্পো এই স্মার্টফোনে 4,230mAh এর ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনের সাথে বক্সে 10W এর চার্জিং অ্যাডাপ্টারও দেওয়া আছে। কানেক্টিভিটি ফিচার্স এর কথা বললে ওপ্পোর চিনে লঞ্চ করা এই স্মার্টফোনে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, bluetooth 5.0, GPS, আর 3.5mm অডিও জ্যাক এর সাথে microUSB পোর্ট দেওয়া হয়েছে।
OPPO A35 দাম
OPPO A35 স্মার্টফোন কোম্পানির হোম মার্কেটে যতোই পর্দা উঠানো হয়ে যাক না কেনো কিন্তু এখনো দামের সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। ওপ্পোর এই ফোন তিনটি কালার অপশন আইস জেড হোয়াইট, গ্লাস ব্ল্যাক আর মিস্ট সি ব্লু কালারে লঞ্চ করা হবে। ভারতে oppo A15s এর 4GB র্যাম +64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,490 টাকা। চিনেও এই স্মার্টফোনের দাম 10 থেকে 12 হাজার টাকার আশেপাশেই হতে পারে।