25 বছরে পা দিল Google, 10টি প্যেন্তে জেনে নিন কোম্পানির এতদিনের সফর

Highlights

  • 4 সেপ্টেম্বর 1998 গুগলের আবিস্কার হয়।
  • Google.stanford.edu অ্যাড্রেসে ইন্টারনেট সার্চ ইঞ্জিন বানানো হয়েছিল।
  • 2004 এর 1 এপ্রিল 1জিবি স্টোরেজ সহ শুরু হয় জিমেইল।

সার্চ ইঞ্জিন গুগলের ব্যস আজ 25 বছর হয়ে গেছে। আজকের দিনের গুগলের যাত্রা শু হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে যারাই ইন্টারনেট ব্যাবহার ক্রুক না কেন তাঁরা কোনো না কোনোভাবে গুগলের ওপর অবশ্যই নির্ভরশীল। তবে আপনি কি জানেন আজকের এই বিশাল সাম্রাজ্যের অধিকারি গুগলের যাত্রা শুরু হয় সামান্য একটি গ্যারেজের মধ্যে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুগলের এই দীর্ঘ সফর সম্পর্কে 10টি আকর্ষণীয় পয়েন্ট।

10টি পয়েন্টে গুগলের দীর্ঘ সফর

  1. 4 সেপ্টেম্বর 1998 ক্যালিফোর্নিয়াতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই ছাত্র Larry Page এবং Sergey Brin একত্রে গুগল আবিস্কার করেন।
  2. Larry Page বং Sergey Brin মিলে Google.stanford.edu অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেট সারভ ইঞ্জিন তৈরি করেছিলেন।
  3. অফিসিয়ালি লঞ্চের আগে ল্যারি এবং ব্রিন এর নাম রেখেছিল Backrub, পড়ে অবশ্য তা বদলে গুগল করে দেওয়া হয়।
  4. আগে Google কে Googol বলা হত, কিন্তু সাধারণ মানুষ এটিকে গুগল নামেই ডাকতে থাকায় এর নাম বদলে Google করা হয়।
  5. 25 ফেব্রুয়ারি 2009 গুগল প্রথম টুইট করেছিল, এতে binary code লেখা ছিল। এটিকে ট্রান্সলেট করলে মানে দাঁড়ায় “I’m feeling lucky”
  6. 1 এপ্রিল 2004 কোম্পানি 1 জিবি স্টোরেজ সহ জিমেইল পেশ করেছিল।
  7. 2008 সালে উইন্ডোজ ইউজারদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার Chrome পেশ করা হয়।
  8. বর্তমানে গুগলের সিইও সুন্দর পিচাই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী।
  9. প্রথমে গুগলের জন্মদিন 7 সেপ্টেম্বর পালন করা হয়, পরে 8 সেপ্টেম্বর এবং আরও পরে 26 সেপ্টেম্বর গুগলের জন্মদিন ধরা হয়। এরপর কোম্পানি 27 সেপ্টেম্বর অফিসিয়ালি গুগলের জন্মদিন পালনের ঘোষণা করে।
  10. গুগলে 27 সেপ্টেম্বর তাদের সার্চ ইঞ্জিনের পেজ সার্চ নাম্বারের নতুন রেকর্ড গড়েছিল।

ডুডল বানিয়ে সেলিব্রেট করছে গুগল

Google 25th Anniversary উপলক্ষে গুগল ডুডল বানিয়ে সেলিব্রেট করছে। কোম্পানি প্রত্যেক বছরের মতো জন্মদিনে তাদের ডুডল আপডেট করেছে। শুরুতে সামান্য একটি রিসার্চ প্রোজেক্ট হিসাবে শুরু করলেও আজকের দিনে দাঁড়িয়ে গুগল যে কি হয়ে দাঁড়িয়েছে তা তো আমরা সবাই জানি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here