Nokia ফোন নির্মাতা কোম্পানি HMD ভারতে আজ তাদের নিজস্ব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি HMD Crest এবং HMD Crest Max দুটি স্মার্টফোন বাজারে পেশ করেছে। HMD Crest ফোন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Crest Max স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
নন-চাইনিজ স্মার্টফোন কোম্পানি
জানিয়ে রাখি HMD Global একটি ফিনল্যান্ড কোম্পানি, যা এবার ভারতে তাদের নিজস্ব স্মার্টফোন সেল করা শুরু করছে। HMD Crest এবং Crest Max স্মার্টফোন লঞ্চের পর ভারতীয় ইউজাররা আরও একটি নন-চাইনিজ ব্র্যান্ডের ফোন ব্যাবহার করতে পারবে এবং সাধারণ মানুষ OPPO, Vivo, Redmi, Realme ও Tecno এর মতো চাইনিজ ব্র্যান্ডের পরিবর্তে এই ফোনেও সুইচ করতে পারে।
HMD Crest Max এর ছবি
HMD Crest Max এর স্পেসিফিকেশন
- 6.6-ইঞ্চির ফুলএইচডি + ওএলইডি ডিসপ্লে
- ইউনীসোক টি760 প্রসেসর
- 8জিবি RAM + 256জিবি স্টোরেজ
- 64 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
- 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- 33ওয়াট 5,000এমএএচ ব্যাটারি
ডিসপ্লে: HMD Crest Max 5G স্মার্টফোনে ওএলইডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের 6.6-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।
প্রসেসর: ভারতে প্রথম স্মার্টফোন যা Unisoc T760 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2গীগাহার্টস ক্লক স্পীড দেওয়া হয়েছে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Crest Max স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্টেড 64 মেগাপিক্সেল মেইন সেন্সর রয়েছে। একইসঙ্গে রেয়ার সেটআপে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিলস বানানো এবং ভিডিও কলের জন্য HMD Crest Max 5G স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HMD Crest Max স্মার্টফোনে 33ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।