গত মাসে HMD তাদের Pulse সিরিজের স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। এবার ভারতীয় বাজারে নতুন HMD Arrow স্মার্টফোন পেশ করার প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি বিগত বেশ কিছু দিন ধরে কোম্পানি পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের নতুন ফোনের নাম ধারনা করার কন্টেস্ট আয়োজন করা হয়েছিল। এই কন্টেস্টের মাধ্যমে নতুন ফোনের নাম HMD Arrow কনফার্ম করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
ভারতে HMD Arrow এর লঞ্চ কনফার্ম
- ভারতে আপকামিং HMD স্মার্টফোনের লঞ্চের ডিটেইল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
- বর্তমানে ভারতে আইপিএল সম্পর্কে চরম উত্তেজনা রয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোম্পানি সবচেয়ে ভালো টীম রাজস্থান রয়্যালসের মাধ্যমে ফোনটির টিজার পেশ করেছে।
- নীচে দেওয়া পোস্টে দেখানো হয়েছে নতুন HMD Arrow স্মার্টফোন ভারতে কয়েক সপ্তাহের মধ্যে পেশ করা হবে।
- টিজারে দেখা গেছে রাজস্থান রয়্যালস টিমের অনেক প্লেয়ার এই নতুন ফোনটি সম্পর্কে জানাচ্ছে। এটি ভারতের শার্পেস্ট স্মার্টফোন হবে বলে জানা গেছে।
- এই আপকামিং HMD Arrow স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ হওয়া HMD Pulse ফোনের রিব্র্যান্ড ভার্সন বলে জানা গেছে।
India, thank you for naming HMD's first smartphone — the all-new HMD Arrow. ??
Gear up for the arrival of @HMDdevicesIN Arrow in only a few weeks ?? pic.twitter.com/GBSVl29HpM
— Rajasthan Royals (@rajasthanroyals) May 11, 2024
HMD Arrow এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এই আপকামিং HMD Arrow স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ হওয়া HMD Pulse ফোনের রিব্র্যান্ড ভার্সন বলে জানা গেছে। নীচে এই ফোনের স্পেসিফিকেশন এবং ডিটেইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
- ডিসপ্লে: HMD Arrow স্মার্টফোনে 6.65-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 90Hz রিফ্রেশ রেট এবং 600 নিটস হাই ব্রাইটনেস যোগ করা হতে পারে।
- প্রসেসর: এই ফোনে এচএমডি প্লাস ইউনিসোক টি606 চিপসেট এবং মালী-জি57 জিপিউ এবং এচএমডি ভাইব স্ন্যাপড্রাগন 680 অ্যাড্রিনো জিপিউ সহ কাজ করে। ফলে HMD Arrow স্মার্টফোনে এই দুটি ফোনের চিপ দেওয়া হতে পারে।
- মেমরি: এই ফোনে ইউজারদের 6GB RAM +64GB এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: এই ফোনের রেয়ার সেটআপে 13MP প্রাইমারি ক্যামেরা এবং একটি অন্য সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। এই ফোনের ফ্রন্টে 8MP ক্যামেরা যোগ করা হতে পারে।
- ব্যাটারি: এই স্মার্টফোনে 5,000mAh বড়ো ব্যাটারি এবং চার্জিঙের জন্য 10W চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হতে পারে।
- কানেক্টিভিটি: এই ফোনে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0, জিপিএস এবং ইউএসবি-সি 2.0 সাপোর্ট দেওয়া হতে পারে।
- অন্যান্য: HMD Arrow স্মার্টফোনে 3.5 মিমি অডিও জ্যাক, সিঙ্গেল স্পিকার, মাইক্রো এসডি কার্ড স্লট, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং এবং সাইড-মাউন্টেন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অপশন দেওয়া হতে পারে।
- ওএস: HMD Arrow স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 2 বছরের ওএস আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে।