গ্লোবাল মার্কেটে লঞ্চ হল HMD Pulse+ Business Edition স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং দাম

কিছু দিন আগেই HMD Global এর পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে তাদের Pulse সিরিজ পেশ করা হয়েছিল। এবার এই সিরিজের Pulse+ ফোনের নতুন HMD Pulse+ Business Edition বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ব্যবসায়িক কাজ, সিকিউরিটি এবং রিপেয়ারএবিলিটির দিক থেকে যথেষ্ট অ্যাডভান্স হতে চলেছে। সবচেয়ে বড় কথা এতে নেটওয়ার্ক লকডাউন, সেটআপের সময় ডিসেবল বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

HMD Pulse+ Business Edition ফোনের ফিচার, দাম এবং কালার

  • HMD Pulse+ Business Edition ফোনে ব্র্যান্ডের পক্ষ থেকে বেশ কিছু ফার্মওয়্যার ওভার দা এয়ার (FOTA) সার্ভিস যোগ করা হয়েছে।
  • ব্যবসায়ীদের জন্য এতে এক সঙ্গে বেশ কয়েকটি ডিভাইসে অ্যাপ ম্যানেজ এবং আপডেট করার সুবিধা পাওয়া যাবে।
  • এই ফোনের সঙ্গে সহজ রিপেয়ারএবিলিটির সুবিধা পাওয়া যাবে। এর ফলে এইচএমডি রিপেয়ার হাব এবং আইফিক্সিটের মাধ্যমে স্পেয়ার পার্টস জগার করে ফোন সারানো যাবে।
  • কোনো বড় সমস্যা হলে সেক্ষেত্রে এইচএমডি ডিএইচএল এক্সপ্রেস ডোর টু ডোর কেয়ারের সুবিধা দিচ্ছে।
  • HMD Pulse+ Business Edition ফোনে কোম্পানি 3 বছর ওয়ারেন্টি এবং 5 বছর সিকিউরিটি আপডেট দেবে। পিন পাওয়ার অফের সঙ্গে সঙ্গে এতে এন্টারপ্রাইজ কম্প্যাটিবিলিটি সাপোর্ট করে।
  • এই ফোনটি €199 অর্থাৎ প্রায় 18,029 টাকা দামে পেশ করা হয়েছে। আপাতত ফোনটি ইউরোপে সেল করা হবে।
  • এই ফোনটি এপ্রিকট ক্রাশ, গ্লেশিয়ার গ্রীন এবং মিডনাইট ব্লু কালারে পেশ করা হয়েছে।

HMD Pulse+ Business Edition ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: HMD Pulse+ Business Edition ফোনে 6.56 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনে 20:9 আসপেক্ট রেশিও, 90Hz রিফ্রেশ রেট এবং 1612 x 720 পিক্সেল রেজোলিউশন রয়েছে।

প্রসেসর: এই ফোনে Unisoc T606 চিপসেট যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: HMD Pulse+ Business Edition ফোনে LED ফ্ল্যাশ সহ 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

ব্যাটারি: এই ফোনে 5000mAh কুইকফিক্স রিপ্লেসেবল ব্যাটারি যোগ করা হয়েছে। অর্থাৎ ইউজাররা স্পেয়ার পার্টস ব্যাবহার করে বাড়িতে বসে সহজেই এই ব্যাটারি বদলে নিতে পারবেন।

কানেক্টিভিটি: এই ফোনে 4জি, ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এবং এনএফসি ফিচার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here