HMD স্মার্টফোন সম্পর্কে কোম্পানি যে ধরনের প্রস্ততি নিচ্ছে তা দেখে মনে করা হচ্ছে শীঘ্রই নোকিয়া ব্র্যান্ডটিকে শেষ করা হবে। প্রথম দিকে কিছু লিক দেখার পর গত 31 জানুয়ারি, 2024 স্বয়ং HMD তাদের ফোনের টিজার শেয়ার করেছে। এরপর Nokia ওয়েবসাইটের নাম পরিবর্তন করে HMD রেখে কোম্পানি বুঝিয়ে দিয়েছে আর বেশি দিন Nokia নাম ব্যাবহার করা হবে না। আমরা HMD সম্পর্কে নতুন তথ্য পেয়েছি। আমরা এই খবর পেয়েছি এক বিশ্বস্ত ইন্ডাস্ট্রি সোর্স থেকে, যারা এর আগেও Nokia সম্পর্কে সঠিক তথ্য জানিয়েছে। আমরা জানতে পেরেছি আর কিছু দিন কোম্পানি নোকিয়া নামের ফোন লঞ্চ করবে, এর পাশাপাশি HMD ব্র্যান্ডের ফোনও পেশ করা হবে।
তিনটি HMD ফোন হবে লঞ্চ
আমরা হব্র পেয়েছি HMD ব্র্যান্ডের অধীনে কোম্পানি প্রথম ফেজে তিনটি ফোন পেশ করবে। এর মধ্যে একটি ফোন বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে এর এই ফোনটির দাম 10 হাজার টাকা থেকে 15 হাজার টাকার মধ্যে হতে পারে। কোম্পানি এই বছর 40 হাজার টাকার ওপরের কোনো ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে না। কোম্পানি সবচেয়ে দামই ফোনের দামও 40 হাজার টাকার কমই রাখা হবে।
একরকম হবে না HMD এবং Nokia ফোনের স্ট্রাটেজি
জানিয়ে রাখি 2026 পর্যন্ত HMD Global এর কাছে নোকিয়ার লাইসেন্স রয়েছে। আমরা খবর পেয়েছি আপাতত HMD এবং Nokia উভয় নামের স্মার্টফোন পেশ করা হবে। তবে সেগুলি আলাদা আলাদা স্টোরে সেল করা হবে। 2024 সালে Nokia ফোন বিশেষ করে অফলাইনে পেশ করা হবে। অন্যদিকে HMD বর্ণাদের ফোন কোম্পানি অনলাইন প্ল্যাটফর্ম এবং বড় রিটেইল স্টোরে আনতে চলেছে।
অনলাইন এবং অফলাইন স্ট্রাটেজির প্রভাব HMD এবং Nokia এর ফোনের দামের ওপরেও পড়বে। HMD Global ব্র্যান্ডের ফোন বেশি ‘ভ্যালু ফর মানি’ হবে। অন্যদিকে অফলাইন মার্কেটে নোকিয়া ব্র্যান্ডের ফোন কিছুটা দামই হতে পারে।
তৈরি হচ্ছে এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার
কোম্পানি যে হারে HMD Global এর ফোন নিয়ে উঠে পড়ে লেগেছে তা দেখে মনে করা হচ্ছে কোম্পানির কোনো বড় প্ল্যান রয়েছে। অন্যান্য ব্র্যান্ড যেখানে শুরুর দিকে মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার ব্যাবহার করে সেখানে দাঁড়িয়ে HMD Global লঞ্চের সঙ্গে সঙ্গেই নিজস্ব এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার খোলার প্ল্যান করছে। এর জন্য এখন থেকেই কোম্পানি রেকি করা শুরু করে দিয়েছে।