ভারতের বাজারে HMD তাদের নতুন HMD Vibe 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে আপকামিং স্মার্টফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। 11 সেপ্টেম্বর অফিসিয়ালি স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে। সবচেয়ে বড় কথা স্মার্টফোনটির দাম xxx9 টাকা হবে বলে টিজারের মাধ্যমে আভাস পাওয়া গেছে। অর্থাৎ এই স্মার্টফোনটি 10,000 টাকা দামে পেশ করা হবে। যারা বাজেট রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আসন্ন স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। তাই কোম্পানির পক্ষ থেকে এন্ট্রি লেভেল ইউজারদের কথা মাথায় রেখে স্মার্টফোনটি ডিজাইন করা হচ্ছে।
টিজারের মাধ্যমে HMD Vibe 5G স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টিজার ইমেজে স্মার্টফোনটি পার্পল এবং ব্ল্যাক কালার অপশনে দেখা গেছে। স্মার্টফোনের স্কোয়ার ক্যামেরা মডিউলে 50MP AI রেয়ার ক্যামেরা থাকবে। ক্যামেরা মডিউলে দুটি সেন্সর এবং LED ফ্ল্যাশ রয়েছে। একইসঙ্গে glyph স্টাইল লাইটিঙের মতো ক্যামেরার কাছে দুটি ইলুমিনেটেড লাইট লাইন দেওয়া হয়েছে। এর ফলে স্মার্টফোনটির ডিজাইন আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
The countdown begins! 🎉
The big reveal and unbelievable price drop on 11th September.#HMD #HMDIndia #HMDIssaVibe #HMDVibe5G #ComingSoon #StayTuned pic.twitter.com/6O7Ol1yP0S
— HMD India (@HMDdevicesIN) September 8, 2025
আগেই স্মার্টফোনটি HMD ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। তবে এখনও পর্যন্ত আপকামিং Vibe 5G স্মার্টফোনটি শপিং সাইট Flipkart বা Amazon ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হবে কি না এই বিষয়ে জানানো হয়নি। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, অফলাইন চ্যানেল এবং অনলাইনের মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হতে পারে।
HMD Vibe 5G স্মার্টফোনটি 10,000 টাকার চেয়ে কম দামের Tecno Spark Go 5G, iQOO Z10 Lite এবং POCO M7 5G স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অন্যান্য মডেলের থেকে এই স্মার্টফোনের 50MP ক্যামেরা এবং Glyph-Style লাইটিং এটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। তবে এই স্মার্টফোনের সঠিক স্পেসিফিকেশন ডিটেইলস জানার পরই আমরা পরামর্শ দিতে পারব।
যারা কম দামে 5G কানেক্টিভিটির পাশাপাশি ক্যমেরা এবং আকর্ষণীয় ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য স্মার্টফোনটি একটি ভালো অপশন। যারা এমন একটি স্মার্টফোন চাইছেন, তাঁরা এই স্মার্টফোনটির অপেক্ষা করতে পারেন। যেঁসব ইউজাররা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজারদে অন্যান্য অপশন দেখা উচিৎ। আমরা লঞ্চের দিন এই স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










