বেশ কিছু দিন আগে স্যামসাং ভারতে তাদের ফোল্ডেবল ফোন গ্যালাক্সি ফোল্ড লঞ্চ করেছিল। এবার এই ফোল্ডিং স্মার্টফোনের ক্রমবর্ধমান ক্রেজের কথা মাথায় রেখে Microsoft ও এই রেসে যোগদান করেছে। এই বিশ্ববিখ্যাত টেক কোম্পানিও তাদের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। বুধবার কোম্পানি তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Surface Duo পেশ করেছে।
জানিয়ে রাখি কোম্পানি এখন এই ফোনটি শুধুমাত্র শোকেস করেছে এবং ফোনটির বিক্রি সম্পর্কে বা লঞ্চ ডেট সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানায়নি। তবে মনে করা হচ্ছে এই ফোনটি এক বছরের মধ্যেই মার্কেটে পেশ করা হবে।
Microsoft এর Surface Duo ফোনটি 5.6 ইঞ্চির দুটি স্ক্রিনের সঙ্গে পেশ করা হয়েছে যা একটি ডায়েরির মতো মাঝখান থেকে ভাঁজ করা যায়। কোম্পানি ফোনটির লঞ্চ ডেটের সঙ্গে সঙ্গে ফোনটির দাম সম্পর্কেও কোনো ঘোষণা করেনি।
Airtel বদলালো তাদের 65 টাকার প্ল্যান, এখন পাওয়া যাবে আরও বেশি টকটাইম
কোম্পানি তাদের ফোল্ডেবল স্মার্টফোন ছাড়া তাদের পরবর্তী ফোল্ডেবল ট্যাবলেট সম্পর্কেও জানিয়ে দিয়েছে। এই ট্যাবলেটে 9 ইঞ্চির দুটি ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানি এই ডিভাইসটি Surface Neo নামে আগামী বছর লঞ্চ করবে। কোম্পানি টুইট করে জানিয়ে দিয়েছে যে তারা পাঁচটি নতুন প্রোডাক্ট আনতে চলেছে যার মধ্যে দুটি ফোল্ডিং ডিভাইস হবে।
জানিয়ে রাখি কিছু দিন আগে স্যামসাং তাদের গ্যালাক্সি ফোল্ড স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে, যার দাম রাখা হয়েছে 1,64,000 টাকা। এই ফোনে 7.3 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটিকে ভাঁজ করে একটি ছোট ট্যাবলেটে পরিবর্তন করা যায়, এরপর বাইরের স্ক্রিনের সাইজ 4.6 ইঞ্চির হয়ে যায়। এই ফোনে মোট ছয়টি ক্যামেরা সেন্সর আছে, যা ফোন বডির বাইরে এবং ভেতরে দুই দিকেই অবস্থিত। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন