ভারতে লঞ্চ হতে চলেছে Honda Benly electric scooter! জেনে নিন রেঞ্জ, প্রাইস এবং ফিচার

Honda Electric Scooter Launch Expected Price Features: ভারতে পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বাড়ার কারণে বেশিরভাগ অটোমোবাইল কোম্পানি গুলি ইলেকট্রিক কার এবং টু-হুুইলার (Electric Vehicle) গাড়িতে ফোকাস করতে শুরু করে দিয়েছে। আবার অন্যদিকে কিছু কোম্পানি গত কয়েক বছরে ইলেকট্রিক কার (Electric Car) এবং বাইক (Electric Bike) পেশ করে গ্রাহকদের আকৃষ্ট করছে। এরসাথে এই সেগমেন্টে বহু বড়ো কোম্পানি গুলি নিজের প্রোডাক্ট লঞ্চ করার চেষ্টা করছে। এমতাবস্থায় ভারতের সবচেয়ে বড়ো দ্বিতীয় টু-হুইলার কোম্পানি Honda খুব শীঘ্রই ভারতীয় বাজারে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার (Honda Electric Scooter) পেশ করতে চলেছে। বিগতদিনে Honda BENLY Electric স্কুটারটিকে টেস্টিংয়ের সময় স্পট করা গেছে। এর থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে কোম্পানি খুব শীঘ্রই ব্যাটারি চালিত স্কুটার ইন্ডিয়ায় লঞ্চ করতে চলেছে। এখনো পর্যন্ত Honda BENLY Ev-এর যে সমস্ত তথ্য সামনে এসেছে সেই গুলির অনুযায়ী এই আর্টিকেলে ইলেকট্রিক স্কুটারটির প্রাইস, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।

1. Honda Benly e scooter লঞ্চ

Honda BENLY e ইলেকট্রিক স্কুটারটিকে কিছুদিন আগে বেঙ্গালুরুতে টেস্টিংয়ের সময় স্পট করা গেছে। আপনাদের বলে দিই যে এই নিয়ে দ্বিতীয় বার ভারতে টেস্টিংয়ের সময় স্কুটারটিকে স্পট করা গেছে। এর আগে অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (আর‌আই) BENLY e-এর টেস্টিংয়ের সময় অনলাইন স্পট করেছিল। আবার দ্বিতীয় বার টেস্টিঙের সময় ইলেকট্রিক স্কুটিটিকে স্পট করার ফলে আশা করা হচ্ছে, যে ভারতে এই স্কুটারটিকে বছরের শেষে অথবা আগামী বছরে পেশ করা যেতে পারে। যদিও এই ইলেকট্রিক স্কুটারটিকে 2019 সালে প্রথম বার দেখানো গিয়েছিল।

2. Honda BENLY Electric Scooter-এর ইন্ডিয়া প্রাইস

আন্তর্জাতিক বাজারে Benly E চারটি ভেরিয়েন্টে উপলদ্ধ, যেখানে-Benly-e I, Benly-e I Pro, Benly-e II এবং Benly-e II Pro উপলব্ধ। এই ইলেকট্রিক স্কুটারের গ্লোবাল মার্কেটে প্রারম্ভিক দাম 737,000 yen ( প্রায় 4,25,000 টাকা)। কিন্তু ভারতীয় মার্কেটে এই স্কুটারটিকে এই দামে পেশ করার চান্স খুবই কম। লিক রিপোর্ট অনুযায়ী এই ইলেকট্রিক স্কুটারটিকে ভারতে 1 লাখ টাকার আসে পাশে দামে পেশ করা যেতে পারে।

3. Honda BENLY Electric Scooter-এর ডিজাইন

BENLY e স্কুটারটিকে টেস্টিংয়ের সময় সবুজ এবং সাদা রঙের রেজিস্ট্রার্ড নম্বর প্লেটের সাথে দেখা গিয়েছিল। এই স্কুটারটি দেখতে খুবই অ্যাট্রাক্টিভ। যদিও এটি জিনিসপত্র তোলার ইলেকট্রিক স্কুটি। এই স্কুটারে সামনের দিকে একটি ঝুড়ি দেওয়া হয়েছে এবং এর নিচে ফ্রন্ট হেড ল্যাম্প দেওয়া হয়েছে। এই হেড ল্যাম্পে LED-এর ব্যবহার করা হয়েছে। এর সাথে এই স্কুটারে সিল্ভার কালারের Alloy Wheels দেওয়া হয়েছে। এছাড়া ইলেকট্রিক গাড়িটির সিটের একদম পিছনে জিনিসপত্র রাখার জন্য ক্যারিয়ার দেওয়া হয়েছে। এই স্কুটারের পিছনে বাইকের মত ইনডিকেটর দেওয়া হয়েছে।

4. Honda BENLY Electric Scooter কালার অপশন

গ্লোবাল মার্কেটে BENLY e-এর সবকটি মডেলকে শুধু মাত্র একটি কালার অপশন Ross White কালারে সেল করা হয়। ভারতে এই ব্যাটারি চালিত স্কুটারটিকে দুইবার‌ই সাদা কালারে স্পট করা গেছে। এই কারনেই আশা করা হচ্ছে, যে ভারতে‌ও এই স্কুটারটিকে একটি কালারেই পেশ করা যেতে পারে।

5. Honda BENLY Electric Scooter specifications and features

আপনাদের বলে দিই, যে জাপানি বাইক নির্মাতা কোম্পানি সারা দেশে ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপিত করার জন্য হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (HPCL)-এর সাথে পার্টনারশিপ করেছে। Benly e একটি ইলেকট্রিক স্কুটার, যেটি নিজের শক্ত পোক্ত ডিজাইন এবং ব‍্যবহারের জন্য B2B সেগমেন্টে অধিক পরিচিত। কোম্পানি এই স্কুটারে 2.8kW ক্ষমতার ইলেকট্রিক মোটর ব্যবহার করেছে, আবার হায়ার ভেরিয়েন্টে 4.2kW ক্ষমতার ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। সোয়াপেবেল ব‍্যাটারি যুক্ত এই গাড়িটি সিঙ্গেল চার্জে 87 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম।

Note: এই আর্টিকেলে সমস্ত তথ্য লিক রিপোর্ট অনুযায়ী লেখা হয়েছে হ কারণ কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারের ভারত লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here