8 জানুয়ারি দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হবে অনার 8এ স্মার্টফোন

হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার এবছর তাদের প্রথম স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। বৃহস্পতিবার চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি টিজার জারি করা হয়েছে, টিজার অনুযায়ী কোম্পানি 8 জানুয়ারি চীনে অনার 8এ লঞ্চ করবে। নাম থেকে মনে করা হচ্ছে এই স্মার্টফোনটি গত বছর এপ্রিল মাসে লঞ্চ হ‌ওয়া অনার 7এ ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হবে। আবার টেনার লিস্টিং অনুযায়ী অনার 8এ ফোনটি অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমযুক্ত হবে।

স‍্যামসাংকে পিছিয়ে শাওমি আনতে চলেছে ফোল্ডেবল ফোন, লঞ্চের আগেই ভিডিও হল লিক

প্রসঙ্গত অনার তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে নতুন ফোনের টিজার জারি করেছে, যেখানে অনার 8এ 8 জানুয়ারি লঞ্চ করবে। টিজার থেকে জানা গেছে এতে 8 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা থাকবে ও ফোনটি অক্টাকোর চিপসেটযুক্ত হবে।

টিজারে অনার 8এ ডিভাইসটির ডিজাইন‌ও দেখানো হয়েছে, যা দেখে মনে হচ্ছে এই ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে। এছাড়া এই ফোনে স্টিরিও স্পীকার থাকার কথাও জানা গেছে। টেনার লিস্টিং অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইতে কাজ করবে। অনার 8এ তে 6.08 ইঞ্চির এইচডি+ (720 × 1560 পিক্সেল) এলসিডি প‍্যানেল থাকবে।

গ‍্যালাক্সি এম10 স‍্যামসাঙের সাপোর্ট পেজে হল লাইভ, খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছেএই ফোনটি

হ‍্যান্ডসেটটি 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও 3 জিবি র‍্যামের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে ডিভাইসের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকবে।

অনার 8এ ফোনটির 32 জিবি ও 64 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই ফোনে মেমরি বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড সাপোর্টের অপশন দেওয়া হতে পারে। লিস্টিঙে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কোনো কথা বলা হয়নি। এমনকি ফেস আনলক ফিচারের কথাও জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here