6 জিবি র‍্যামের সঙ্গে অনার 8এক্স হল ভারতে লঞ্চ, সুন্দর লুকের সঙ্গে এতে আছে দারুণ স্পেসিফিকেশন

গত মাসে আন্তর্জাতিক বাজারে হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার তাদের নতুন দুর্দান্ত ডিভাইস অনার 8এক্স পেশ করেছিল। টেক মঞ্চে ফোনটি আসার পর থেকেই ভারতীয় স্মার্টফোন ইউজাররা ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে অনার তাদের এই সুন্দর স্মার্টফোন 8এক্স ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। সুন্দর লুক ও শক্তিশালী ফিচারযুক্ত অনার 8এক্স 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা 4ঠা অক্টোবর থেকে সেল করা হবে।

অনার 8এক্স এর দাম যত কম হয় এই ফোনটির লুক ও ডিজাইনের দিক থেকে ততটাই অ্যাডভান্স। অনার 8এক্সের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল ভিউ 2.0 ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে নচ আছে। এতে 2,340 × 1,080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড।

অনার 8এক্স অ্যান্ড্রয়েড 8 1 অরিও যুক্ত ইমোশন ইউআই এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের কিরীন 710 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে ভারতে অনার 8এক্স ভারতে 3টি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং অপর দুটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরিসহ সেল করা হবে। তিনটি ভেরিয়েন্টেই মেমরি মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার 400 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য অনার 8এক্সের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এল‌ইডি ফ্ল‍্যাশ সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিকযুক্ত 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে যা বোকে এফেক্ট ও বিউটি মোডের মত ফিচারযুক্ত।

অনার 8এক্স রিয়েল ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। সিকাউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং ফোনটি ফেস আনলক টেকনিক‌ও সাপোর্ট করে। অনার 8এক্সে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিংস টেকনোলজিযুক্ত 3,750 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা এবং 6 জিবি র‍্যাম/128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 18,999 টাকা দামে রেড ও ব্লু কালার ভেরিয়েন্টে আগামী 24শে অক্টোবর থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here