গত মাসে অনার তাদের প্রথম বেজল লেস স্মার্টফোন অনার 9আই এর নতুন ভার্সন অনার 9আই (2018) চীনে লঞ্চ করেছে। কিছু দিন আগে 91মোবাইলসের তরফ থেকে এক্সক্লুসিভ খবর ছাপা হয়েছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এবার অনার ইন্ডিয়া মিডিয়া ইনভাইটের মাধ্যমে এই ফোনটি লঞ্চের ব্যাপারে জানিয়ে দিয়েছে। আগামী 24শে জুলাই কোম্পানি ভারতে অনার 9এন নামে নতুন এই ফোনটি লঞ্চ করবে।
অনার ইন্ডিয়ার পক্ষ থেকে মিডিয়া ইনভাইট পাঠানো হয়েছে, যাতে অফিসিয়ালি বলা হয়েছে কোম্পানি 24শে জুলাই ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই অনার 9এন ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটিই চীনে অনার 9আই নামে লঞ্চ করা হয়েছে।
Beauty is not what meets the eye but an essence that is all around us! ✨✨
Get ready to witness beauty like never before at the grand launch of #Honor9N on 24th July! ??
Mark your calendar! #BeautyAllAround pic.twitter.com/HaOS70q6NO— Honor India (@HiHonorIndia) July 16, 2018
অনার 9এন তথা অনার 9আই (2018) ফোনটি মেটাল ফ্রেমে বানানো হয়েছে এবং এর ব্যাক প্যানেলে মিরর ফিনিশিং দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটিকে 2280 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.84 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে এবং এর ওপর দিকে নচ আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 অরিও আধারিত ইএমইউআই 8.0 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর সঙ্গে হাইসিলিকন কিরীন 659 চিপসেট রান করে।
কোম্পানি ফোনটিতে 4 জিবি র্যামের সঙ্গে উন্নত গ্ৰাফিক্সের জন্য মালী টি839-এমপি2 জিপিইউ যোগ করেছে। অনার 9এন/অনার 9আই (2018) ফোনটির 64 জিবি ও 128 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি রেয়ার ক্যামেরা আছে এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
অনার 9এন/অনার 9আই (2018) একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এই ফোনে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। চীনে অনার 9আই (2018) ফোনটির 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 1,399 ইউয়ান (প্রায় 14,600 টাকা) এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 1,699 ইউয়ান (প্রায় 17,800 টাকা) দামে ব্ল্যাক, ব্লু, গ্ৰীন ও পার্পল কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভারতে ফোনটির দাম কত হবে তা জানার জন্য 24শে জুলাইয়ের অপেক্ষা করা হচ্ছে।