256 জিবি মেমরি ও পপ‌আপ ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 9X Pro

হুয়াইয়ের ব্র‍্যান্ড Honor বার্সেলোনায় অনুষ্ঠিত একটি ইভেন্টের মঞ্চে তাদের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Honor 9X Pro এবং Honor View 30 Pro লঞ্চ করা হয়েছে। Honor 9X Pro ফোনটি আসলে কিছু দিন আগে লঞ্চ করা কোম্পানির Honor 9X ফোনটির অ্যাডভান্দ ভার্সন। এই ফোনটি বড় স্ক্রিন ও বেশি স্টোরেজসহ পেশ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল কোম্পানি এতে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে।  এর সঙ্গে অনার এতে হুয়াইয়ের নতুন চিপসেট যোগ করেছে অর্থাৎ Honor 9X Pro যথেষ্ট ফাস্ট এবং স্মার্ট কাজ করবে। তবে এই ফোনের সেলফি স্টাইল Honor 9X এর মতোই পপ আপ রাখা হয়েছে।

আরও পড়ুন: 5টি রেয়ার ক‍্যামেরাযুক্ত Nokia 9 PureView এর দাম কমল 15,000 টাকা, জেনে নিন নতুন দাম

ডিজাইন ও ডিসপ্লে

Honor 9X Pro এর ডিজাইনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন লক্ষনীয়। কোম্পানি এই ফোনে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। ফোনটির বডিতে গ্লাস ফিনিশ ব‍্যবহার করা হয়েছে এবং ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। কোম্পানি এই ফোনে 6.59 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন হিসেবে আইপিএস এলসিডি ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে এবং এর রেজলিউশন 2340 × 1080 পিক্সেল সাপোর্টেড। Honor 9X Pro এর স্ক্রিন টু বডি রেশিও 92 শতাংশ।

হার্ডওয়্যার

প্রসেসিঙের জন্য Honor 9X Pro তে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে যা 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত হুয়াইয়ের নতুন কিরীন 810 চিপসেটে কাজ করে। এই ফোনে কোম্পানি 6 জিবি র‍্যাম দিয়েছে। Honor 9X Pro তে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Sony লঞ্চ করল একসঙ্গে দুটি 5G ফোন Xperia 1 II ও Xperia 10 II, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন

ক‍্যামেরা

Honor 9X Pro তে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের সীমস সেন্সর। এতে এআইএস সুপার নাইট মোড ও এআই ভিডিও স্টেবিলাইজেশন ফিচার দেওয়া হয়েছে। এই সেট‌আপের দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের একটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এই লেন্সটি 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক‍্যাপচার করতে সক্ষম। এছাড়া এই ফোনে একটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে যা বোকে এফেক্টের কাজ করে।

সেলফি ও ভিডিও কলের জন্য Honor 9X Pro তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের পপ আপ ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানি এতে 3ডি পোর্ট্রেট লাইটিং ব‍্যবহার করেছে। 
ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Honor 9X Pro তে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আপাতত Honor 9X Pro ফোনটি গ্লোবাল স্তরে লঞ্চ করা হয়েছে। তবে আশা করা হচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই এই ফোনটি ভারতেও চলে আসবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here