5টি রেয়ার ক‍্যামেরাযুক্ত Nokia 9 PureView এর দাম কমল 15,000 টাকা, জেনে নিন নতুন দাম

Nokia গত বছর ভারতে পাঁচটি রেয়ার ক‍্যামেরাওয়ালা Nokia 9 PureView স্মার্টফোন লঞ্চ করেছিল, যার দাম ছিল 49,999 টাকা। এবার এই ফোনটির দাম 15,000 টাকা কমানো হয়েছে। এই ফোনটি অফিসিয়াল ওয়েবসাইটে 34,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। ফোনটির এই প্রাইস কাট সাময়িকভাবে করা হয়েছে না কি পাকাপাকি ভাবে সেবিষয়ে কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি। 

আরও পড়ুন: লঞ্চ হল ভারতের প্রথম 5G ফোন Realme X50 Pro, জেনে নিন এই দুর্দান্ত ফোনটির দাম ও স্পেসিফিকেশন

34,999 টাকা দামে Nokia 9 PureView অনলাইন স্টোর ছাড়া নিকটবর্তী রিটেইল স্টোর ও মোবাইল শপ থেকেও কেনা যাবে। তবে অফলাইন স্টোরে এর দাম কমানো হয়েছে কি না এবিষয়ে আপাতত কোনো তথ্য জানা যায়নি।

অসাধারণ ক‍্যামেরা

Nokia 9 PureView এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যা একে অন‍্যান‍্য ফোনের থেকে আলাদা জায়গা করে দিয়েছে। এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের সেলফি ক‍্যামেরা ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত এবং সুন্দর ফোটোর জন্য এতে অসাধারণ বিউটি মোড ও ফিল্টার দেওয়া হয়েছে। Nokia 9 PureView এর ব‍্যাক প‍্যানেলে পেন্টা ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যার মধ্যে পাঁচটি ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের পাঁচটি ক‍্যামেরা সেন্সর‌ই কার্ল জেসিসের যা ফোটোগ্ৰাফকে অত্যন্ত সুন্দর করে তোলে। এই ফোনের বিশেষত্ব হল একটি ফোটো ক্লিক করার সময় পাঁচটি ক‍্যামেরা সেন্সর একসঙ্গে কাজ করে এবং প্রত‍্যেকটি ফোটো এইচডিআর মোডে ক‍্যাপচার হয়।

আরও পড়ুন: Jio নিয়ে এল অসাধারণ প্ল‍্যান, 336 দিন ভ‍্যালিডিটির সঙ্গে পাওয়া যাবে 504 জিবি হাই স্পীড ডেটা

Nokia 9 PureView এর ক‍্যামেরার কাজ করার পদ্ধতিও যথেষ্ট অনবদ্য। এই ফোনের পাঁচটি রেয়ার ক‍্যামেরা সেন্সর‌ই 12 মেগাপিক্সেলের। এর মধ্যে দুটি সেন্সর আরজিবি এবং বাকি তিনটি মনোক্রোম সেন্সর। এই পাঁচটি ক‍্যামেরা সেন্সর এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। কোনো ফোটো ক‍্যাপচার করার সময় এই পাঁচটি ক‍্যামেরা সেন্সর একসঙ্গে সক্রিয় হয়। এই পাঁচটি সেন্সর পাঁচটি আলাদা আলাদা ফোটো ক‍্যাপচার করে এবং প্রসেসিং করে পাঁচটি ফোটো মিলিয়ে একটি ফোটো আউটপুট দেয়। এই ফোটোর হাই রেজলিউশনযুক্ত এবং এটি ফোনেই এডিট করা যায়।

স্পেসিফিকেশন

Nokia 9 PureView ফোনটি কোম্পানির পক্ষ থেকে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 5.99 ইঞ্চির কিউএইচডি+ 2কে পিওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে যা অত্যন্ত দ্রুত ফোন আনলক করতে পারে। এই ফোনটিকে আইপি67 রেটিং দেওয়া হয়েছে যা একে জল ও ধূলোর হাত থেকে বাঁচায়।

আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে অন্য দেশে লঞ্চ হল Realme C3, দেখুন ভারতীয় মডেলের চেয়ে কতটা আলাদা

Nokia 9 PureView ফোনটি কোম্পানির পক্ষ থেকে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ‌সহ পেশ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,320 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এই ফোন ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here