6 ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল অনার ম‍্যাজিক 2 3ডি স্মার্টফোন, জেনে নিন এই দারুণ ফোনটির ফিচার

হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার তাদের নতুন 3ডি স্ক‍্যানারযুক্ত স্মার্টফোন অনার ম‍্যাজিক 2 3ডি লঞ্চ করে দিয়েছে। লঞ্চের অনেক আগে থেকেই ফোনটির একাধিক টিজার জারি করা হয়েছে এবং এবার ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনটি “স্ট্রাকচার্ড লাইট” 3ডি স্ক‍্যানারের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা এই ফোনের অন‍্যতম বিশেষত্ব।

গোটা বিশ্বে সবচেয়ে সস্তা ইন্টারনেট ভারতে, 2019 এ হবে 60 কোটিরও বেশি ইউজার

প্রসঙ্গত কিছু দিন আগে কোম্পানির সিইও জর্জ জাও 3ডি স্ক‍্যানারযুক্ত অনার ম‍্যাজিক 2 এর নাম ও লঞ্চ সম্পর্কে জানিয়েছিলেন। আশানুরূপ এতে অরিজিনাল মডেল অর্থাৎ অনার ম‍্যাজিক 2 এর মতোই মেকানিজম দেখা যাবে। আপাতত ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

দাম ও সেল
এই ডিভাইস আপাতত শুধুমাত্র চীনে সেল করা হবে। এই ফোনটি 5,799 ইউয়ান (প্রায় 60.525 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইস 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে বেচা হচ্ছে।

12 জিবি র‍্যাম ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভিভোর আইকো গেমিং ফোন

ডিজাইন
অনার ম‍্যাজিক 2 3ডি দেখতে প্রায় অনার ম‍্যাজিক 2 এর মতোই। এই ফোনে ফ্রন্ট ক‍্যামেরা স্লাইডার আপ করলে দেখা যায়। এই ফোনে ফুল ভিউ ডিসপ্লে আছে। এতে বেজল নেই বললেই চলে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে তিনটি ক‍্যামেরা সেন্সর আছে এবং স্লাইডার ওপেন করলে ফ্রন্টেও তিনটি ক‍্যামেরা দেখা যাবে।

স্পেসিফিকেশন ও ফিচার
অনার ম‍্যাজিক 2 তে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 2340 × 1080 পিক্সেল। এটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং এর টপে 2.5ডি কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। এই ডিভাইস অক্টাকোর কিরীন 980 এস‌ওসি প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে।

এয়ারটেল পেশ করল জিওর থেকেও সস্তা ইন্টারন‍্যাশনাল রোমিং প্ল‍্যান, জেনে নিন ডিটেইলস

ফোটোগ্ৰাফির জন্য ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনে 16 মেগাপিক্সেল + 24 মেগাপিক্সেল + 16 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে প্রথম সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের, দ্বিতীয় সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ব্ল‍্যাক এন্ড ওয়াইড মনোক্রোম সেন্সর ও তৃতীয় সেন্সরটি 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেট‌আপ আছে, যার মধ্যে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারের ও 2 মেগাপিক্সেলের সেন্সরদুটি এফ/2.4 অ্যাপার্চারের।

নতুন ফোনে ট্রিপল ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপের জন্য স্লাইডার দেওয়া হয়েছে। যদিও এটি ওপ্পো অ্যাপেক্স ও ভিভো নেক্সের মতো অটোমেটিক নয়, এই স্লাইডার ম‍্যানুয়ালি অপারেট করতে হয়। ফোনের ব‍্যাক প‍্যানেলে হুয়াই পি20 এর মতো ভার্টিক‍্যাল শেপে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। স্লাইডিং মেকানিজমের দৌলতে এতে কোনো নচের প্রয়োজন পড়ে না। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,400 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য অনার ম‍্যাজিক 2 3ডিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here