12 জিবি র‍্যাম ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভিভোর আইকো গেমিং ফোন

ভিভো কয়েক দিন আগে তাদের নতুন সাব ব্র‍্যান্ড আইকো পেশ করে। এই সাব ব্র‍্যান্ডেই কোম্পানি তাদের প্রথম সাব ব্র‍্যান্ড ভিভো আইকো লঞ্চ করে। ডিভাইসটি আপাতত চীনে লঞ্চ করা হয়েছে এবং ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। কোম্পানি এই ফোনটির মাধ্যমে মোবাইল গেমার্স ও ফোটোগ্ৰাফি লাভারদের আকর্ষিত করতে চাইছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি মাত্র 15 মিনিট চার্জ হলেই 50 শতাংশ ব‍্যাটারীর পাওয়ার ব‍্যাক‌আপ দিতে পারবে।

এয়ারটেল পেশ করল জিওর থেকেও সস্তা ইন্টারন‍্যাশনাল রোমিং প্ল‍্যান, জেনে নিন ডিটেইলস

দাম
কোম্পানি ডিভাইসটির চারটি আলাদা আলাদা র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করেছে।

6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,998 ইউয়ান (প্রায় 31,700 টাকা)
8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,298 ইউয়ান (প্রায় 34,900 টাকা)
8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,598 ইউয়ান (প্রায় 38,100 টাকা)
12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,298 ইউয়ান (প্রায় 45,500 টাকা)

স্পেসিফিকেশন ও ফিচার
এই স্মার্টফোনে 6.41 ইঞ্চির ফুল এইচডি+ (1080 × 2340 পিক্সেল) এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা ওয়াটারড্রপ নচ ও 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত। এছাড়া এই ফোনে অক্টাকোর প্রসেসর ও স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসর আছে।

আসুস দাম কমালো এই 11টি স্মার্টফোনের দাম, 5,000 টাকা পর্যন্ত কমল ফোনের দাম

ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স263 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9.0 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএস 9 এ কাজ করে। এটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here