6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে নোট 10 রেজিস্ট্রেশনের জন্য লিস্টেড হল, 26শে জুলাই হতে পারে লঞ্চ

অনার কিছু দিন আগে ঘোষণা করে কোম্পানি তাদের পরবর্তী শক্তিশালী ডিভাইস অনার নোট 10 নামে খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। অনার নোট 10 সম্পর্কে কোম্পানি একটি টিজার‌ও পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনটির স্পেসিফিকেশন বা লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি তবে চীনের একটি ওয়েবসাইটে লঞ্চের আগেই ফোনটির স্পেসিফিকেশন ও লঞ্চ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।

চীনা ওয়েবসাইট জেডি ডট কমে অনার নোট 10 লিস্টেড করা হয়েছে। এই সাইটে শুধুমাত্র ফোনটির স্পেসিফিকেশন নেই বরং ফোনটির রেজিস্ট্রেশন করার অপশন‌ও আছে। ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের শেষ তারিখ 25শে জুলাই বলা হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ দিন দেখে 26জুলাই ফোনটির চীনে অফিসিয়াল লঞ্চ ডেট মনে করা হচ্ছে।

এই ওয়েবসাইট অনুযায়ী অনার নোট 10 6.9 ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। লিস্টিং অনুযায়ী নোট 10 এর ব‍্যাক প‍্যানেলে 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরার কথা বলা হয়েছে।

লিস্টিং অনুযায়ী অনার নোট 10 এ অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হবে। এই ডিভাইসে এন‌এফসি সাপোর্টসহ ইউএসবি টাইপ সির সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 6,000 এম‌এএইচ ব‍্যাটারী থাকবে। আগের লিক থেকে জানা গেছে এতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে ও এই ডিভাইসে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোম্পানির হাইসিলিকন কিরীন 970 চিপসেট রান করবে।

অনার দুবছর পর নোট সিরিজের কোনো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। অনার নোট 8 এর পর সোজা অনার নোট 10 লঞ্চ হতে চলেছে। ফোনটির সঠিক লঞ্চ ডেট ও স্পেসিফিকেশন জানতে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here