টেক কোম্পানি অনার আজ আন্তর্জাতিক বাজারে নোট সিরিজের নতুন ডিভাইস অনার নোট 10 পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি আপাতত শুধু চীনে পেশ করা হয়েছে যা আগামী 3রা আগস্ট থেকে সেল শুরু হবে। অনার 2016 সালে নোট সিরিজের নোট 8 এর পর সরাসরি অনার নোট 10 লঞ্চ করেছে। অনার নোট 10 এ অসাধারণ লুকের সঙ্গে দুর্দান্ত স্পেশিফিকেশন সাপোর্ট করে।
অনার নোট 10 এ 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 6.95 ইঞ্চির সুপার এমোলেড ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর 10 সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড অরিও আধারিত ইএমইউআই 8.2 এর সঙ্গে পেশ করা হয়েছে। যার সঙ্গে 64বিট হাইসিলিকন অক্টাকোর কিরীন 970 চিপসেটে রান করে।
ফোটোগ্ৰাফির জন্য অনার নোট 10 এর ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা এলইডি ফ্ল্যাশযুক্ত 24 মেগাপিক্সেলের প্রাইমারি ও 16 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর যুক্ত। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনে প্রতিটি ক্যামেরা এআই টেকনিকযুক্ত। ফোনটিকে হিটিং থেকে বাচাতে এতে লিকুইড কুলিং ফিচার দেওয়া হয়েছে।
সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার সাপোর্ট করে। ডুয়েল সিম, 4জি ভোএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও এনএফসির মত ফিচারের সঙ্গে এতে 5বি চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে ডলবি অ্যাটমস স্পীকার সাপোর্ট করে।
অনার নোট 10 তিনটি র্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি ও 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। তিনটি ভেরিয়েন্টেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। চীনে তিনটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 2,799 ইউয়ান, 3,199 ইউয়ান।ও 3,599 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে।
ভারতীয় দামে অনার নোট 10 এর 4 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম প্রায় 28,000 টাকা, 6 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম 32,000 টাকা ও 8 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম 36,000 টাকা। চীনে ফোনটির ম্যাজিক নাইট ব্ল্যাক ও মিডনাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।