হোম মার্কেট চীনে Honor তাদের প্লে সিরিজের অধীনে নতুন Honor Play 70m Plus 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি এই মাসের শুরুতেই পেশ হওয়া Honor Play 70 Plus স্মার্টফোনের মতো হবে বলে মন করা হচ্ছে। সবচেয়ে বড় কথা স্পেসিফিকেশন একইরকম দেখাচ্ছে। এই স্মার্টফোনটিতে 6.77 ইঞ্চির TFT LCD HD+ ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, 12GB RAM, 50MP ক্যামেরার মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিশ্বটারই জেনে নেওয়া যাক Play 70m Plus 5G স্মার্টফোনের ফিচার ডিটেইলস সম্পর্কে।
চীনে Honor Play 70m Plus 5G স্মার্টফোনটির 12GB+256GB এবং 12GB+512GB সহ দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছ। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেল 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 1,599 ইউয়ান অর্থাৎ প্রায় 18,400 টাকা এবং টপ মডেল 12GB+512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,799 ইউয়ান অর্থাৎ প্রায় 20,700 টাকা রাখা হয়েছে। Honor China এর অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোনটি লিস্টেড রয়েছে, তবে এখনও পর্যন্ত সেল ডেট সম্পর্কে জানানো হয়নি। Honor Play 70m Plus স্মার্টফোনটি Phantom Night Black এবং Jade Dragon Snow এর মতো কালার অপশনে পেশ করা হয়েছে।
Honor Play 70m Plus 5G স্মার্টফোনটিতে 1610×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির TFT LCD HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 700 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে আই প্রোটেকশন মোড এবং মজবুতির জন্য অ্যালুমিনিয়াম গ্লাস যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 3 এবং গ্রাফিক্সের জন্য Adreno A619 GPU রয়েছে। এই স্মার্টফোনটি Android 15 এবং MagicOS 9.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে ফেস আনলক, অ্যাপ কলিং, ই-বুক মোড, স্মার্ট ক্যাপসুল এবং নকল স্ক্রিনশটের মতো বিভিন্ন ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 1080P ভিডিও রেকর্ড এবং 8x ডিজিটাল জুম সাপোর্টেড f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য স্মার্টফোনটিতে ভয়েস অ্যাক্টিভ মোড এবং 1080P ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 5MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে স্টিরিও স্পিকার, NFC, Bluetooth 5.1, USB Type-C পোর্ট, ডুয়েল ন্যানো-SIM স্লট, 4×4 MIMO অ্যান্টিনা এবং GPS, GLONASS, Galileo, BeiDou এর মতো মাল্টি GNSS পজিশনিং ফিচার রয়েছে।
Honor Play 70m Plus ফোনটি দেখে মনে করা হচ্ছে এটি এই মাসেই লঞ্চ করা Play 70 Plus ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। কোম্পানি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির অধীনে নতুন নামে ফোনটি পেশ করেছে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনটির দাম কিছুটা বেশি হলেও স্পেসিফিকেশন একইরকম রয়েছে। এক্ষেত্রে যারা চীনে আছেন এবং সস্তায় Play 70 Plus ফোনটি পাচ্ছেন তাদের জন্য এটি ভ্যালু ফর মানি অপশন। এখনও পর্যন্ত এই স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে জানা যায়নি। বাজারে উপস্থিত অন্যান্য কোম্পানির OPPO A5 Pro, vivo Y50 5G এবং iQOO Z10x স্মার্টফোনগুলির সঙ্গে Play 70m Plus স্মার্টফোনটি প্রতিযোগিতায় নামতে পারে। এই স্মার্টফোনগুলিতে কম দামে শক্তিশালী ফিচার রয়েছে।
চীনের ইউজারদের জন্য বাজারে উপস্থিত Play 70 Plus এবং Play 70m Plus স্মার্টফোনের মধ্যে Play 70 Plus স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে। কারণ এই স্মার্টফোনটিতে Play 70m Plus স্মার্টফোনের ফোনের মতো স্পেসিফিকেশন থাকার পরও এটির দাম 200 ইউয়ান কম। তবে এখনও পর্যন্ত এই স্মার্টফোনটির ভারতের বা অন্যান্য বাজারে লঞ্চ সম্পর্কে জানা যায়নি। তাই নতুন ফোন কেনার কথা ভাবলে অন্য অপশন দেখতে পারেন।










