ক্রমাগত গ্ৰাহকদের খুশি করে চলার মনোভাব নিয়ে টেলিকম কোম্পানি 1.5GB ইউজারদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। এই অফারের মাধ্যমে কোম্পানি পুরোনো গ্ৰাহকদের খুশি এবং নতুন গ্ৰাহক আকর্ষণের পাশাপাশি একই সঙ্গে মার্কেটের অন্যান্য টেলিকম কোম্পানিগুলিকেও টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। Vi এর পক্ষ থেকে তাদের 249 টাকা দামের প্রিপেইড প্ল্যানের সঙ্গে 20 টাকা দামের ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। কোম্পানির ওয়েবসাইটেও এবিষয়ে জানানো হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে শেয়ার করা তথ্য অনুযায়ী এই 20 টাকার ডিসকাউন্ট কুপন পরবর্তী রিচার্জের সময় ব্যবহার করা যাবে। তবে এই আকর্ষণীয় অফারের এক্সপায়রি ডেট সম্পর্কে কিছু বলা হয়নি।
Vi এর 249 টাকার প্রিপেইড প্ল্যান
কোম্পানির 249 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি রিচার্জ করলে গ্ৰাহকদের প্রতিদিন 1.5 জিবি করে ডেটা, 100টি করে ফ্রি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল এবং উইকেন্ডে ডেটা রোলওভারের সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। উইকেন্ড ডেটা রোলওভার, ভিআই মুভিজ ও টিভি ক্লাসিকের অ্যাক্সেসের সঙ্গে প্রচুর অরিজিনাল শো, ফিল্ম ও লাইভ টিভি এই প্ল্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বেনিফিট।
Vodafone Idea এর 5G টেস্টিং
কয়েক দিন আগে Vi পুণেতে তাদের 5G ট্রায়াল চলাকালীন সর্বোচ্চ স্পীড পেয়েছে 3.7Gbps। জানিয়ে রাখি এটি এখনও পর্যন্ত দেশের অন্যান্য অপারেটরদের তুলনায় অনেক বেশি। এই স্পীড দেখার পর বলা যেতেই পারে এবার মার্কেটে এয়ারটেল এবং জিওর মতো বড় কোম্পানিগুলির দুশ্চিন্তা বাড়তে চলেছে।
গান্ধীনগর এবং পুণেতে মিড ব্যান্ড স্পেকট্রামের টেস্টিঙে ভোডাফোন আইডিয়া 1.5Gbps ডাউনলোড স্পীড পেয়েছে বলে জানা গেছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমের পক্ষ থেকে ভোডাফোন 5G নেটওয়ার্ক ট্রায়ালের জন্য 3.5 গিগাহার্টস স্পেকট্রাম ব্যান্ডের পাশাপাশি ভোডাফোন আইডিয়াকে 26 গিগাহার্টস হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেওয়া হয়েছে।
মনে করিয়ে দিই গত মে মাসে টেলিকম ডিপার্টমেন্ট রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পর এমটিএনএলের আবেদন মঞ্জুর করেছিল। অন্যদিকে টেলিকম গিয়ার নির্মাতা কোম্পানি হিসেবে নোকিয়া, স্যামসাং, এরিকসন ও সী-ডটের সহায়তায় ছয় মাসের ট্রায়াল অনুমোদিত হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন