Honor তাদের Play10 সিরিজের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে Honor Play10 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে 4G কানেক্টিভিটি সহ এন্ট্রি লেভেল পারফরমেন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনে MediaTek Helio G81 প্রসেসর 4GB RAM, 128GB পর্যন্ত স্টোরেজ, 5000mAh ব্যাটারির মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Play10 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Honor Play10 স্মার্টফোনটিতে LCD প্যানেল দিয়ে তৈরি 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির নচের মধ্যে 5MP ক্যামেরা অবস্থিত। একইভাবে 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। উভয় ক্যামেরা 1080p ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 10W এবং USB-C 2.0 সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য Honor Play10 স্মার্টফোনটিতে MediaTek Helio G81 প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 3GB RAM + 64GB স্টোরেজ এবং 4GB RAM + 128GB স্টোরেজ অপশন রয়েছে। একইসঙ্গে এই স্টোরেজ মাইক্রো SD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
অত্যন্ত সাধারণ ডিজাইন সহ Honor Play10 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP52 রেটিং রয়েছে। এই স্মার্টফোনেরর ডায়মেনশন 167.7 x 77.7 x 8.55mm এবং ওজন 189 গ্রাম। এই স্মার্টফোনটি Ocean Cyan, Starry Purple এবং Midnight Black কালার অপশনে পেশ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট, 3.5mm হেডফোন জ্যাক, FM রেডিও, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 5 (ac) এবং Bluetooth 5.1 এর মতো ফিচার যোগ করা হয়েছে। তবে এতে NFC সাপোর্ট দেওয়া হয়নি। এখনও পর্যন্ত নতুন Honor Play10 স্মার্টফোনের দাম সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে জানানো হবে।
ফিচারের দিক দিয়ে Honor Play10 স্মার্টফোনটি বাজারে উপস্থিত Redmi 13C, realme Narzo 80 Lite 4G এবং Samsung Galaxy M05 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। Redmi 13C স্মার্টফোনটিতে MediaTek Helio G85 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Realme Narzo 80 Lite 4G স্মার্টফোনটিতে 6300 mAh ব্যাটারি এবং Unisoc T7250 প্রসেসর রয়েছে। একইভাবে Galaxy M05 স্মার্টফোনটিতে MediaTek Helio G85 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। বাজেট সেগমেন্টে এই সমস্ত স্মার্টফোনগুলি ভালো অপশন।
যারা দৈনন্দিন কাজ, কল, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এবং সাধারণ গেমিঙের জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Honor Play10 স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। তবে যেসব ইউজাররা ক্যামেরা এবং পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন এবং বাজেটও বেশি, সেইসব ইউজারদের মিড বাজেট রেঞ্জে অপশনে দেখা উচিৎ।
(সোর্স)











