10 ডিসেম্বর লঞ্চ হবে OPPO Reno 5 সিরিজ, তিনটি শক্তিশালী স্মার্টফোন হতে পারে লঞ্চ

স্মার্টফোন কোম্পানি ওপ্পো তাদের ‘রেনো সিরিজ’ এর নেক্সট জেনারেশনের জন্য দীর্ঘ দিন ধরে টেক জগতের শিরোনামে উঠে রয়েছে। শোনা যাচ্ছে এই ফোনে OPPO Reno 5, OPPO Reno 5 Plus ও OPPO Reno 5 Pro Plus স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কোম্পানি এতদিন তাদের রেনো 5 সিরিজ সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে আজ ওপ্পো এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে OPPO Reno 5 সিরিজ আগামী 10 ডিসেম্বর পেশ করা হবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Vivo V20 Pro 5G, কম দামের পাশাপাশি এতে আছে দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি টীজার ভিডিও শেয়ার করে OPPO Reno 5 এর লঞ্চ সম্পর্কে জানিয়েছে। আগামী 10 ডিসেম্বর ওপ্পোর হোম মার্কেট অর্থাৎ চীনে এই সিরিজ লঞ্চ করা হবে এবং পরবর্তী সময়ে ইন্টারন‍্যাশানাল মার্কেটে বিভিন্ন দেশে পেশ করা হবে। কোম্পানি তাদের এই আগামী সিরিজের অন্তর্গত মোবাইল ফোনগুলির নাম সম্পর্কে কোনো তথ্য দেয়নি। OPPO Reno 5 সিরিজের ফোন এবং স্পেসিফিকেশন ও দাম জানার জন্য এখন 10 ডিসেম্বরের অপেক্ষা করা হচ্ছে।

OPPO Reno 5 সিরিজ

লিক অনুযায়ী OPPO Reno 5 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.55 ইঞ্চির এফ‌এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 12 জিবি ও 8 জিবি র‍্যাম দেওয়া হবে বলে জানা গেছে এবং ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ চিপসেটে রান করতে পারে।

আরও পড়ুন: Nokia C3 এখন আরও সস্তা, মাত্র 6,999 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এই সুন্দর স্মার্টফোন

ফোটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেখা যেতে পারে। লিক অনুযায়ী এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,250 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

ওপ্পোর আগামী রেনো 5 সিরিজের OPPO Reno 5 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটে রান করতে পারে এবং OPPO Reno 5 Pro+ ফোনটি কোয়ালকমের‌ই স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করবে বলে জানা গেছে। উভয় স্মার্টফোন 8 জিবি ও 12 জিবি র‍্যাম ভেরিয়েন্টে সেল করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here