Honor X50 Pro 5G এর টিজারের মাধ্যমে সামনে এল স্পেসিফিকেশন এবং ডিজাইন, দেখে নিন বিশেষত্ব

অনার সম্প্রতি চীনে অনার 90 জিটি স্মার্টফোন পেশ করেছিল। এবার খুব তাড়াতাড়ি Honor X50 Pro 5G লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে টিজারের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন দেখা গেছে। এই ফোনটি 2024 সালে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। নিচে আপকামিং Honor X50 Pro 5G এর ডিটেইলস সম্পর্কে জানানো হল।

Honor X50 Pro 5G এর টিজার

  • এই পোস্টারে Honor X50 Pro 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ SoC দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে নিশ্চিত প্রসেসর সম্পর্কে জানা যায়নি।
  • ছবিতে দেখা যাচ্ছে এই ফোনে 1.5k রেজোলিউশন এবং আই প্রোটেকশন সার্টিফিকেশন সহ কার্ভ ডিসপ্লে থাকবে।
  • Honor X50 Pro 5G ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।

Honor X50 Pro 5G এর ডিজাইন

  • টিজার পোস্টার অনুযায়ী Honor X50 Pro 5G ফোনে গোলাকার গোল্ড এবং ব্ল্যাক কালারের ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
  • ফোনটির ডিজাইন অনেকটাই X50 ফোনের মতো। এতেও সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে।
  • Honor X50 Pro 5G ফোনটি ব্ল্যাক এবং গ্রীন কালারে দেখা গেছে।
  • এছাড়া ব্যাক প্যানেলে নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে।
  • ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন অবস্থিত।

জানিয়ে রাখি Honor চীনে Honor X50 GT নামের আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে বিভিন্ন লিক রিপোর্টের মাধ্যমে এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

  • রিপোর্ট অনুযায়ী Honor X50 GT ফোনে 6.81-ইঞ্চির FHD+ ডিসপ্লে থাকতে পারে।
  • এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 SoC এবং অ্যাড্রিনো 660 GPU থাকবে বলে জানা গেছে।
  • এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • এই ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,800mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here