How To Activate Airtel 5G : দেশে শুরু হয়ে গেছে 5G, জেনে নিন Airtel ইউজাররা কিভাবে 5G অ্যাক্টিভেট করবেন

ইতিমধ্যে এয়ারটেল ভারতে তাদের 5G পরিষেবা শুরু করে দিয়েছে। 1 অক্টোবর 2022, অর্থাৎ গত শনিবার ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC 2022) এর মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে 5G পরিষেবার উদ্বোধন করেন। একই সঙ্গে ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল এয়ারটেলের 5G নেটওয়ার্ক ও পরিষেবার সূচনা করে দিয়েছেন। সুনীল মিত্তল তাঁর ভাষণে বলেছেন, “আজ শনিবার 1 অক্টোবর থেকে দেশের পাঁচটি শহরে এয়ারটেল ইউজাররা 5G পরিষেবা উপভোগ করতে পারবেন।” আপনিও যদি Airtel এর 5G নেটওয়ার্ক উপভোগ করতে চান তবে নিচে আপনার জন্য স্টেপ বাই স্টেপ Airtel 5G ব্যাবহারের পদ্ধতি সম্পর্কে বলা হল। আরও পড়ুন: প্লে স্টোর ডাউনলোড থেকে শুরু করে আপডেট, জেনে নিন প্লে স্টোর এর সাথে সম্পর্কিত সব ডিটেইলস

সবার আগে এই শহরে পাওয়া যাবে Airtel 5G

আজ অর্থাৎ 1 অক্টোবর থেকে দিল্লি, বারানসি, বেঙ্গালুরু, হায়দেরাবাদ, মুম্বাই, চেন্নাই ও শিলিগুড়িতে Airtel এর 5G পরিষেবা পাওয়া যাবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সঠিক লোকেশন বা সারকেলের নাম ঘোষণা করা হয়নি।

আপনার ফোন এবং লোকেশনে 5G কিভাবে চেক করবেন?

How To Check Airtel 5G

Airtel জানিয়েছে ইউজাররা তাদের 5G স্মার্টফোনে Airtel Thanks অ্যাপের মাধ্যমে নিজের আশেপাশে 5G নেটওয়ার্ক চেক করতে পারবেন। আরও পড়ুন: 165KM রেঞ্জ সহ বাজারে এল Hero এর প্রথম Electric Scooter, জেনে নিন দাম

5G উপভোগের জন্য প্রয়োজন

5G নেটওয়ার্ক : পরিষেবা উপভোগের জন্য ইউজারদের এলাকায় 5G নেটওয়ার্ক থাকা আবশ্যক। এয়ারটেল আগেই জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কোম্পানির 5G পরিষেবা হাতে গোনা কয়েকটি এলাকায় চালু করা হবে যেখানে আগে থেকে 5G টাওয়ার ইনস্টল রয়েছে।

5G স্মার্টফোন : 5G পরিষেবা ব্যাবহারের জন্য ইউজারদের কাছে 5G কম্প্যাটিবল স্মার্টফোন থাকা প্রয়োজন। জানিয়ে রাখি বর্তমানে আমাজন সেলে বিভিন্ন ব্র্যান্ড ও রেঞ্জের স্মার্টফোনে দারুণ অফার পাওয়া যাচ্ছে।

Airtel 5G কিভাবে অ্যাক্টিভেট করবেন?

Airtel জানিয়ে দিয়েছে তাদের বর্তমান 4G সিম 5G রেডি। তাই 5G পরিষেবা উপভোগের জন্য নতুন সিম নেওয়ার কোনো প্রয়োজন হবে না। নিজের স্মার্টফোন থেকেই 5G অ্যাক্টিভেট করা যাবে। আরও পড়ুন: আধার কার্ডের সঙ্গে সহজেই আপডেট করুন মোবাইল নম্বর, জেনে নিন উপায়

স্টেপ 1 : 5G অ্যাক্টিভেট করার জন্য নিজের ফোনের সেটিংস অ্যাপে যান।
স্টেপ 2 : এখানে কানেকশন বা মোবাইল নেটওয়ার্ক অপশনে যান।

স্টেপ 3 : এখানে নেটওয়ার্ক মোডে 5G/4G/3G/2G সিলেক্ট করার অপশন পাওয়া যাবে।

স্টেপ 4 : এখানে 5G নেটওয়ার্ক সিলেক্ট করলেই অটোমেটিক্যালি 5G শুরু হয়ে যাবে। আপনার এলাকায় 5G নেটওয়ার্ক থাকলে স্ট্যাটাস বারে 5G আইকন দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here