165KM রেঞ্জসহ বাজারে এল Hero এর প্রথম ইলেকট্রিক স্কুটার Hero Vida V1, জেনে নিন দাম

অবশেষে ভারতে Hero Motocorp এর বহু প্রতীক্ষিত ব্যাটারিচালিত স্কুটি লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Vida (ভিডা) সাব ব্র্যান্ডের অধীনে পেশ করা হয়েছে। Hero তাদের নতুন Vida V1 ইলেকট্রিক স্কুটারটি Vida V1 Pro এবং Vida V1 Plus নামের দুটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করেছে। ভারতীয় বাজারে এই স্কুটারকে সরাসরি Ola S1 Pro, Ather 450X Gen3, Bajaj Chetak এবং TVS iQube এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে। এই পোস্টে Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের Price, Sale, Range ও Features সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: Amazon Extra Happiness Days Sale-এ এইসব স্মার্টফোনে পাবেন সেরা ডিল, দেখে নিন তালিকা

Hero Vida V1 electric scooter এর দাম

কোম্পানি ভারতে তাদের Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারটি 1.45 লক্ষ টাকা (ex-showroom) এবং Vida 1 Pro 1.59 লক্ষ টাকা (ex-showroom) দামে পেশ করেছে। আগামী 10 অক্টোবর থেকে এই স্কুটারগুলির বুকিং শুরু হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে Vida V1 Plus স্কুটারটি Matte White, Matte Sports Red এবং Gloss Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন্যদিকে Vida 1 Pro মডেলটি Matte White, Matte Sports Red, Gloss Black এর সঙ্গে সঙ্গে Matte Abrax Orange কালারে সেল করা হবে।

মাত্র 2499 টাকায় করুন বুক

আগ্রহী গ্রাহকরা মাত্র 2499 টাকার টোকেন অ্যামাউন্ট জমা করে এই ব্যাটারিচালিত স্কুটার বুক করতে পারবেন। আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ইলেকট্রিক স্কুটারগুলির ডেলিভারি শুরু হবে। তবে জানিয়ে রাখি শুরুতে এই স্কুটার শুধুমাত্র দিল্লি, বেঙ্গালুরু এবং জয়পুরে সেল করা হবে। আরও পড়ুন:বছরের শেষ সূর্যগ্রহণ আসন্ন। জেনে নিন কবে, কখন এবং কিভাবে দেখবেন এই অতুলনীয় দৃশ্য

Hero Vida V1 Plus এবং Vida 1 Pro এর টপ স্পীড ও রেঞ্জ

কোম্পানি জানিয়েছে তাদের Vida 1 Pro ইলেকট্রিক স্কুটারে 80 কিলোমিটার প্রতি ঘণ্টার টপ স্পীড পাওয়া যাবে। আরও জানা গেছে এই স্কুটারের ব্যাটারি 1.2 কিলোমিটার প্রতি মিনিটের হিসাবে চার্জ হয়। IDC এর রিপোর্ট অনুযায়ী একবার ফুল চার্জ করলে এতে 165 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। এই গাড়ি মাত্র 3.2 সেকেন্ডের মধ্যে 0-40 কিলোমিটার প্রতি ঘণ্টার স্পীড ধরতে সক্ষম।

অন্যদিকে Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারেও 80 কিলোমিটার প্রতি ঘণ্টার টপ স্পীড পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্কুটারের ব্যাটারিও 1.2 কিলোমিটার প্রতি মিনিটের দরে চার্জ হয়। IDC এর তথ্য অনুযায়ী ফুল চার্জে এই স্কুটারে 143 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। এই স্কুটারে রাইডার মাত্র 3.2 সেকেন্ডের মধ্যে 0 থেকে 40 কিলোমিটার স্পীড তুলতে পারবেন। আরও পড়ুন: বাজারে আসবে এই কোম্পানির সস্তা ব্যাটারিচালিত স্কুটি, জেনে নিন দাম

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের ফিচার

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন ফিচারের মধ্যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি সহ এতে সাত ইঞ্চির টাচ স্ক্রিন, ক্রুজ কন্ট্রোল, টু ওয়ে থ্রোটল, কী-লেস কন্ট্রোল এবং SoS অ্যালার্ট উল্লেখযোগ্য।

সুরক্ষিত ব্যাটারি

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্পূর্ণভাবে সুরক্ষিত। এই ব্যাটারি 2 লক্ষ কিলোমিটার, 25 হাজার ঘণ্টা, হাই টেম্পারেচারে টেস্ট করা হয়েছে এবং প্রতি ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটার সফল হয়েছে। এছাড়াও কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি পরে গেলে বা ধাক্কা লাগলেও ঠিকঠাক কাজ করবে। কোম্পানির পক্ষ থেকে এতে ক্রমাগত 72 ঘণ্টা পর্যন্ত টেস্ট ড্রাইভ করা হয়েছে। আরও পড়ুন: মাত্র 10499 টাকা দামে লঞ্চ হল সুন্দর স্মার্টফোন, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here