জেনে নিন Paytm UPI Lite এক্টিভেট করার পদ্ধতি, 100 টাকার ক্যাশব্যাক ছাড়াও পাবেন একাধিক সুবিধা

Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (PPBL) ফেব্রুয়ারি মাসে তাদের UPI Lite পরিষেবা চালু করেছিল। এই সার্ভিসটি ইউজারদের মানি ট্রানজেকশনের জন্য বারবার UPI PIN দেওয়ার ঝামেলা থেকে রক্ষা করে৷ এই সুবিধাটি আরও বেশি সংখ্যক ইউজারদের কাছে অ্যাক্সেসযোগ্য করার জন্য Paytm অফারের অধীনে সমস্ত ইউজারদের 100 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এই পোস্টে আপনাদের এই পরিষেবার সুবিধা এবং কীভাবে এই স্কিমের সুবিধা পাবেন সেই সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 200MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Realme 11 Pro সিরিজ

UPI Lite এর ফিচার কেমন এবং এটি ব্যবহারের সুবিধা

1) Paytm UPI Lite হল একটি পেমেন্ট সিস্টেম যার সাহায্যে UPI পিন ছাড়াই পেমেন্ট ট্রান্সফার করা যায়।

2) Paytm UPI Lite এর মাধ্যমে একবার ক্লিক করলেই পেমেন্ট হয়ে যায়, এর জন্য অনেকগুলি স্টেপ ফলো করার প্রয়োজন নেই।

3) লেনদেনের সময় ব্যাঙ্কের সার্ভার ডাউন থাকলেও UPI লাইট কখনও ফেল হয় না৷

4) এটি 3-লেভেল ব্যাঙ্ক-গ্রেড সিকিওর টেকনোলজি। যার ফলে প্রতারণার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

5) আপনি UPI Lite এ একবার ট্যাপ করলেই 200 টাকার ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারেন।

6) একবারে সর্বাধিক 2000 টাকা ট্রান্সফার করা যায়।

7) 2000 টাকার ট্রানজেকশন সর্বোচ্চ 2 বার করা যাবে।

8) Paytm Lite-এ 24 ঘন্টা অর্থাৎ 1 দিনে মোট 4,000 টাকার ট্রানজেকশন করা যেতে পারে।

9) Paytm UPI lite এর মাধ্যমে করা পেমেন্ট ব্যাঙ্কের পাসবুকে দেখা যায় না।

10) শুধুমাত্র UPI Lite ব্যালেন্সে টাকা জমা দিলেই ব্যাঙ্কের পাসবুকে এন্ট্রি হয়।

ফোনে Paytm UPI Lite এক্টিভেট করার পদ্ধতি

1) প্রথমে আপনার ফোনে Paytm অ্যাপ ইনস্টল করুন। যদি আগে থেকেই উপস্থিত থাকে তাহলে তার লেটেস্ট ভার্সন আপডেট করুন।

2) হোমপেজেই আপনি ‘UPI LITE’ অপশনটি দেখতে পাবেন, যদি এটি সেখানে না থাকে তাহলে সার্চ বারে সার্চ করুন এবং হালকা করে ক্লিক করুন।

3) এখানে আপনি UPI Lite-এর জন্য যোগ্য ব্যাঙ্কগুলির তালিকা দেখতে পাবেন, আপনাকে আপনার ব্যাঙ্ক বেছে নিতে হবে।

4) আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি Paytm UPI Lite-এর সাথে লিঙ্ক করতে চান সেটি সিলেক্ট করে Proceed করতে হবে।

5) তারপর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্ট্রার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে, এর জন্য ফোনে SMS পাঠাতে Ok বাটনটি ক্লিক করুন।

6) SMS এর মাধ্যমে ভেরিফাই করার পরে, আপনাকে আপনার একই ব্যাঙ্ক থেকে UPI Lite-এ টাকা দিতে হবে।

7) Add Money to UPI Lite অপশনে ক্লিক করে আপনার ব্যাঙ্কের টাকা UPI Lite ওয়ালেটে যুক্ত করতে পারবেন।

8) মনে রাখবেন এখানে আপনি একবারে সর্বোচ্চ 2000 টাকা যোগ করতে পারবেন।

9) টাকা যোগ হয়ে গেলে, আপনার Paytm UPI Lite এক্টিভ হয়ে যাবে এবং আপনার পরবর্তী UPI পেমেন্টের জন্য আপনাকে UPI PIN লিখতে হবে না।

10) শুধুমাত্র সেই ট্রানজেকশনগুলি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুকে দেখা যাবে যা আপনি UPI Lite WALLET-এ টাকা যোগ করার জন্য করবেন। এই ওয়ালেট থেকে যেসব পেমেন্ট করবেন সেগুলো কিন্তু রেকর্ড করা হবে না।

কোন ব্যাঙ্কগুলিকে UPI Lite এর সাথে লিঙ্ক করা যেতে পারে

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)
  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI)
  • কানারা ব্যাঙ্ক (Canara Bank)
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (CBI)
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)
  • এইচডিএফসি ব্যাঙ্ক HDFC Bank
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank)
  • উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank)

বর্তমানে শুধুমাত্র উপরে উল্লিখিত 9টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট UPI লাইটে লিঙ্ক করা যেতে পারে। বর্তমানে, এই ব্যাঙ্কগুলি Paytm UPI Lite সাপোর্ট করে, তবে আগামী দিনে অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও এই তালিকায় যোগ দেবে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর কিছু সেরা পদ্ধতি, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here