Highlights
- শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Realme 11 Pro সিরিজ।
- এই ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে।
- এই Realme ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন দেওয়া যেতে পারে।
Realme বর্তমানে চীনে Realme 11 Pro সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Realme শীঘ্রই ভারতেও এই সিরিজ লঞ্চ করতে চলেছে। আমরা এক্সক্লুসিভ তথ্য পেয়েছি যে এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। Realme-এর আসন্ন স্মার্টফোন সিরিজে Pro লেভেল 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনের ক্যামেরা সেটআপে ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট থাকবে। এই পোস্টে আপনাদের এই স্মার্টফোনের ভারত লঞ্চ সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর কিছু সেরা পদ্ধতি, জেনে নিন ডিটেইলস
Realme 11 pro সিরিজের ভারত লঞ্চ
Realme 11 Pro সিরিজের ভারত লঞ্চের আগে আমরা এক্সক্লুসিভ তথ্য পেয়েছি যে আসন্ন Realme 11 Pro সিরিজে 4X ইন-সেন্সর জুম টেকনোলজি দেওয়া যেতে পারে যা লসলেস জুম সাপোর্ট করে। Realme নিশ্চিত করেছে যে তারা 10 মে হোম মার্কেট চীনে Realme 11 Pro সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানি শীঘ্রই এই ফোনটি ভারতেও লঞ্চ করতে পারে।
Realme 11 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
Realme এর আসন্ন 11 Pro+ স্মার্টফোনের অনেক ডিটেইলস লিক হয়েছে। এই ফোনে 200MP Samsung ISOCELL HP3 সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে এই Realme ফোনে 4x লসলেস জুম দেওয়া হয়েছে, যা 20x মুন মোড জুম (হাইব্রিড এবং ডিজিটাল জুম) সাপোর্ট করে। এর পাশাপাশি রিপোর্টে আরও বলা হয়েছে যে এই ফোনের প্রাইমারি ক্যামেরা 200MP সেন্সর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্টসহ আসবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Nothing Phone (2), জেনে নিন কি বলছে কোম্পানি
Realme 11 Pro+ 5G স্মার্টফোনের লিক স্পেসিফিকেশন
ডিসপ্লে: 6.7-ইঞ্চি FHD + AMOLED স্ক্রিন দেওয়া হবে, যার রিফ্রেশরেট 120Hz।
চিপসেট: এই Realme ফোনে MediaTek এর Dimensity 7050 SoC প্রসেসর রয়েছে, যার সাথে Mali-G68 MC4 দেওয়া হয়েছে। এই ফোনে দুটি পারফরম্যান্স কোর Arm Cortex-A78 দেওয়া হয়েছে যা 2.6GHz এ ক্লক করা হয়েছে। এর পাশাপাশি ছয়টি এফিসিয়েন্সি কোর 2.0GHz স্পিডে ক্লক করা হয়। আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে এগিয়ে Apple, দ্বিতীয় স্থানে রয়েছে Samsung, জেনে নিন ডিটেইলস
ব্যাটারি এবং চার্জিং: Realme-এর আসন্ন ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
RAM এবং স্টোরেজ: লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে। আরও পড়ুন: 40 হাজার টাকারও কম দামে iPhone 14 কেনার দারুণ সুযোগ! জেনে নিন অফার ডিটেইলস
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme 11 Pro+ 5G ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে একটি 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া যেতে পারে, যার সাথে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো সেন্সর থাকতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন