Instagram থেকে দূরত্ব বজায় রাখতে চান তাহলে এভাবে করুন নিজের একাউন্ট ডিলিট

সোশ্যাল মিডিয়া সাইট Instagram বন্ধুদের সাথে যুক্ত থাকার একটি ভালো প্ল‍্যাটফর্ম। কিন্তু কিছু সময় আমরা এই মনোভাবের থেকে বড়ো হয়ে যাই আর চাই যে কিছুদিন এই প্রকারের সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখতে। এরকম অবস্থায় সবার আগে আপনাকে নিজের ইন্সটাগ্রাম একাউন্ট ডিলিট বা ডিএক্টিভেট করতে হবে। মনে রাখবেন যে শুধুমাত্র ইন্সটাগ্রাম অ্যাপটি সরিয়ে নিলে এটি হবে না। এখন আপনি ভাবছেন যে এই কাজটি কিভাবে হবে আর কতদিন পরে আমরা এই একাউন্ট‌টি আবার রিস্টোর করতে পারবো বা পারবো না। এইসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আপনাকে এই কাজ গুলি করার পুরো প্রসেস সহজ স্টেপে বোঝানোর চেষ্টা করবো। আসুন জেনে নিই এই কাজের সহজ উপায়।

একটি কথা আপনাকে সর্বদাই মনে রাখতে হবে যে নিজের ইন্সটাগ্রাম একাউন্ট তখনি ডিলিট করুন যখন আপনি এটি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছেন, কারন একবার একাউন্ট ডিলিট হ‌ওয়ার পরে আর সেটিকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই। অথচ ইন্সটাগ্রাম একাউন্ট ডিএক্টিভেট করার পরে সেটিকে আবার এক্টিভ কথা যাবে।

ইন্সটাগ্রাম একাউন্ট কিভাবে করবেন ডিএক্টিভেট

Instagram একাউন্ট‌কে অস্থায়ী ভাবে ডিএক্টিভেট করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলি ফলো করুন। মনে রাখবেন যে এটি কেবল একটি ওয়েব ব্রাউজারের ব‍্যবহার করে করা যাবে, কারন ইন্সটাগ্রাম অ্যাপে এরকম করার অপশন নেই।

  • সবার আগে নিজের ফোনের ব্রাউজার বা ডেস্কটপ ব্রাউজার থেকে https://www.instagram.com ওপেন করে নিজের ইন্সটাগ্রাম একাউন্ট‌টি লগ ইন করুন।
  • একাউন্ট লগ ইন করার পরে প্রোফাইল আইকনে ক্লিক করুন যা টপ রাইট কর্নারে আছে। এরপরে ‘Profile’ সিলেক্ট করুন।
  • প্রোফাইল সিলেক্ট করার পরে ‘Edit profile’ অপশন সিলেক্ট করুন। এরপরে নিচে স্ক্রোল করুন যতক্ষণ ‘Temporarily disable my account’ অপশন দেখতে না পান।
  • ডিসেবল বাটনে ক্লিক করার পরে ইন্সটাগ্রাম পেজে ড্রপ ডাউন মেনু আসবে যার মধ্যে ইন্সটাগ্রাম নিজে থেকেই প্রশ্ন করবে- আপনি একাউন্ট‌টি কেন ডিএক্টিভেট করতে চান? ড্রপ ডাউন বক্স দেখুন আর সেটি ক্লিক করুন। ওই ড্রপ ডাউন বক্সে সম্ভাব‍্য কারন থাকবে:- আপনি কেন একাউন্ট ডিলিট করতে চান। যেই কারনটি আপনার একদম সঠিক মনে হবে, সেটি সিলেক্ট (অথবা যেটি সবচেয়ে সুবিধা‌জনক মনে হবে) করুন।
  • এরপরে ‘Temporarily Disable Account’ বাটনে ট‍্যাপ করে ইন্সটাগ্রাম একাউন্ট‌টি ডিএক্টিভেট করা যাবে।

একবার যখন আপনি সব স্টেপ ফলো করে নেবেন এরপরে আপনি নিজের ইন্সটাগ্রাম একাউন্ট‌টি সফলতাপূর্বক ডিএক্টিভেট করতে পারবেন। যদি নিজের ইন্সটাগ্রাম একাউন্ট‌টি করতে চান তাহলে আপনাকে শুধু একাউন্ট লগ ইন করতে হবে।

ইন্সটাগ্রাম একাউন্ট‌টি কিভাবে ডিলিট করবেন

যদি আপনি সবসময়ের জন্য নিজের একাউন্ট‌টি হারাতে চান তাহলে এটি ডিলিট করা একটি ভালো অপশন। আপনি নিজের instagram একাউন্ট এর সাথে সাথে সব ডেটাও সরাতে পারবেন।এই কাজের জন্য আপনাকে ওয়েব ব্রাউজারের ব‍্যবহার করতে হবে।

  • ইন্সটাগ্রাম একাউন্ট‌টি ডিলিট করার জন্য আপনাকে ডেস্কটপ বা মোবাইল এর সাহায্যে ব্রাউজারে নিজের একাউন্ট লগ-ইন করতে হবে।
  • একাউন্টের হোম পেজে ইউজার নেমে ক্লিক করুন যা স্ক্রিনের টপ রাইটে থাকবে। ইউজার নামে ক্লিক করলে আপনি ড্রপ ডাউন বক্স (drop down box) এর অপশন দেখতে পাবেন।
  • ড্রপ ডাউন বক্সে একটি অপশন থাকবে-Edit Profile দেখা যাবে। এই লিংকে ক্লিক করুন।
  • একবার নিজের Edit Profile সিলেক্ট করা হয়ে গেলে তারপরে যে পেজটি খুলবে, তারমধ্যে আপনার একাউন্টের সম্পর্কে তথ্য থাকবে (যেটি আপনি চাইলে তখন এডিট করতে পারবেন) পেজের নিচের দিকে স্ক্রোল করতে থাকুন, যেখানে নিচের দিকে আপনি একটি বাটন – I’d like to delete my account (আমি নিজের একাউন্ট‌টি ডিলিট করতে চাই) থাকবে, ওই লিংকে ক্লিক করুন।
  • এরপরে নিজের পাসওয়ার্ড এন্টার করে সবসময় এর জন্য নিজের একাউন্ট ডিলিট করার অপশনে ট‍্যাপ করুন।

মনে রাখবেন যে যখন আপনি নিজের instagram একাউন্ট ডিলিট করবেন তখন আপনার ইন্সটাগ্রামে‌ আপলোড করা ফটো আর ভিডিও ডিলিট হয়ে যাবে। এইজন্য আপনি আগেই ওই গুলোর ব‍্যাক‌আপ করে নেবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here