Twitter video download: জানুন এটি ব্যবহার করার 3টি সবচেয়ে সহজ উপায়

যদি আপনি পপুলার সোশ্যাল মিডিয়া অ্যাপ টুইটার এর ব‍্যবহার করেন তাহলে আপনার মনে একটি প্রশ্ন হয় হয়ত যে আমরা কি Twitter এ শেয়ার করা ভিডিও ডাউনলোড করতে পারবো? আর এই প্রশ্নের উত্তর হল Yes। আপনি Video ডাউনলোড করার সাথেই নিজের ফোনে অফলাইন দেখার জন্য সেভ করতে পারবেন। কিন্তু আফসোস এর কথা হল যে এই কাজটি করার জন্য টুইটার এ কোনো ডায়রেক্ট টুল নেই। এর মানে হল যে এই কাজটি করার জন্য টুইটার আপনাকে পারমিশন দেয় না। কিন্তু ফেসবুক এর ভিডিও ডাউনলোড করার মতোই টুইটার এর ভিডিও ডাউনলোড করতে পারবেন। আজকে আমরা আপনাকে কিছু এরকমই সিম্পল উপায় জানাবো, যা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আইফোন, ম‍্যাক আর উইন্ডোজ এ টুইটার এ থাকা ভিডিও ডাউনলোড করা যাবে।

বিনা অ্যাপে টুইটার এর ভিডিও করুন ডাউনলোড

এই সময় অনেক থার্ড পার্টি অ্যাপ আছে, যার সাহায্যে Twitter Video ডাউনলোড করা যাবে। এই অ্যাপটি Android mobile phone, iPhone আর Windows/ Mac PCs এ কাজ করে। কিন্তু আমরা আপনাকে একটি এরকম ব্রাউজার এর সম্পর্কে তথ্য দেব, এই ব্রাউজার এর নাম Download TwitterVideos.Com। এই ব্রাউজার এর ব‍্যবহার করে ভিডিও ডাউনলোড করা যাবে। এই টুল এর সবচেয়ে ভালো কথা হল যে এতে আপনার কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই।

  • Twitter ভিডিও ডাউনলোড করার জন্য আপনার ওই ভিডিও এর লিংক চাই, যা আপনি ডাউনলোড করতে চান।
  • ভিডিও লিংক কপি করার জন্য আপনাকে টুইটার এ ওই ভিডিওটি ওপেন করতে হবে আর আইফোনে শেয়ারে ক্লিক করলে ‘Copy Link to Tweet’ এর অপশন দেখা যাবে।
  • এরপরে কপি লিংক কে DownloadTwitterVideo.Com ব্রাউজার এ সার্চ বারে পেস্ট করুন।
  • সার্চ বারে পেস্ট করার পরে Download MP4 বাটন এ ক্লিক করুন, এরপরে ফোনে এই ভিডিও ডাউনলোড হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড ফোনে Twitter ভিডিও এভাবে ডাউনলোড করুন

ওয়েব টুল DownloadTwitterVideo.com এ টুইটার ভিডিও ডাউনলোড করার জন্য অ্যান্ড্রয়েড ডিভাইস এর জন্য ঐকটি সাপোর্টিভ অ্যাপ। অ্যাপটি বিজ্ঞাপন সমর্থিত, কিন্তু আপনি 80 টাকায় ইন-অ্যাপ কেনার মাধ্যমে তার থেকে রেহাই পাবেন।

  • সবার আগে Google Play Store এ যান আর ‘Download Twitter Videos – Twitter Video downloader’ নামের অ্যাপটি ডাউনলোড করুন।
  • অ্যাপটি ইন্সটল হওয়ার পরে এই অ্যাপ্লিকেশনে থাকা ‘Your Link’s বক্সে টুইটার ভিডিও এর লিংক পেস্ট করুন।
  • এরপরে ব্লু ডাউনলোড বাটনটা চাপুন এবং অফলাইন দেখার জন্য ভিডিওকে নিজের ফোনে সেভ করতে হবে।
  • অথচ ভিডিওটি সেভ হওয়ার আগে আপনার থেকে আপনার ফোনের স্টোরেজের অ্যাক্সেস চাইবে। এরপরে অটোমেটিক টুইটার ভিডিও আপনার ফোনে সেভ হয়ে যাবে।
  • ডাউনলোড ভিডিও ফোনের গ‍্যালারিতে দেখা যাবে। এছাড়া ডাউনলোড করা ভিডিওকে ডাউনলোড ফাইলেও চেক করা যাবে।

iPhone এ কিভাবে করবেন Twitter এর ভিডিও ডাউনলোড

iPhone ইউজার্স installed Documents: Files, PDF, Browser অ্যাপের সাহায্যে টুইটার ভিডিও ডাউনলোড করতে পারবেন। আসুন আগে জেনে নিই এর পুরো প্রসেস।

  • সবার আগে Twitter app/ web page এ গিয়ে ভিডিও এর লিংক কপি করুন।
  • এরপরে installed Documents: Files, PDF, Browser অ্যাপে এই লিংক কে পেস্ট করে ডাউনলোড করুন।
  • অ্যাপ ছাড়া আপনি twdown.net ব্রাউজার এও ভিডিও এর লিংক পেস্ট করে ডাউনলোড করতে পারবেন।
  • ওনয়েবপেজ এ আপনি টুইটার ভিডিও আলাদা আলাদা কোয়ালিটি(1280×720, 480×270 আর 640×360) তে ডাউনলোড এর অপশন পাবেন।

টুইটার থেকে ভিডিও ডাউনলোড করা কি আইনত/সুরক্ষিত?

টুইটার থেকে অন্য কারো ভিডিও ডাউনলোড করা বেআইনি না। অথচ, যদি আপনি কারোর ভিডিও কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাহলে তার অরিজিনাল সোর্স সর্বদা দেবেন। এর থেকে আপনি মুশকিল এ পরার থেকে বাচবেন।

Twitter থেকে ফটো কিভাবে সেভ করবো?

স্ক্রিনশট নেওয়া ছাড়া আপনি টুইটার এ থাকা ফটোকে সহজেই ডাউনলোড করতে পারবেন। এই কাজের জন্য আপনার কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না।

  • অ্যাপ্লিকেশন লোড করুন আর ওই টুইটার এর ফটোতে ট‍্যাপ করুন যেটি আপনি ডাউনলোড করতে চান,
  • স্ক্রিনের উপরের দিকের কোনায় তিন-ডট আইকন হিট করুন আর ‘Save’ বাছুন।
  • এরপরে ফটো ফোনের গ‍্যালারিতে টুইটার নামের ফোল্ডার এ সেভ হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here