কিভাবে লোকাবেন WhatsApp এর Last Seen? জেনে নিন পদ্ধতি

প্রত্যেক WhatsApp ইউজারদের অ্যাকাউন্টেই এমন কিছু কন্ট্যাক্ট থাকে যাদের ব্লক করা যায় না। অথচ তাদের লাস্ট সীন পর্যন্ত দেখানো যায় না। এক্ষেত্রে লাস্ট সীন লোকানো ভালো অপশন, যার ফলে অন্যান্য ইউজাররা জানতে পারবেন না এই অ্যাপ কখন শেষবার ব্যাবহার করা হয়েছে। এই লাস্ট সীন বন্ধ করার পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Android Phone-এ লাস্ট সীন লোকানোর পদ্ধতি

স্টেপ 1- প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

স্টেপ 2- এরপর ওপরের ডানদিকের কোণায় সবার ওপরে অবস্থিত তিনটি ডটে ক্লিক করুন।

স্টেপ 3- একদম নিচের ‘সেটিংস’ অপশনে ক্লিক ট্যাপ করুন।

স্টেপ 4- এবার ‘প্রাইভেসি’-তে যান।

স্টেপ 5- এখানে লাস্ট সীন অপশন রয়েছে, এতে ক্লিক করুন।

স্টেপ 6- এখান থেকে সিলেক্ট করা যাবে নিজের লাস্ট সীন কাকে দেখাতে চান আর কাকে নয়।

iPhone-এ লাস্ট সীন লোকানোর পদ্ধতি

স্টেপ 1- প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং ‘সেটিংস’ অপশনে যান।

স্টেপ 2- ‘সেটিংস’ অপশন খুলে ‘প্রাইভেসি’-তে যান।

স্টেপ 3- এখানে লাস্ট সীন পাওয়া যাবে।

স্টেপ 4- যে কন্ট্যাক্টগুলি থেকে লাস্ট সীন লোকাতে চান সেগুলি সিলেক্ট করুন।

FAQs

আমি কিভাবে হোয়াটসঅ্যাপ লাস্ট সীন দেখতে পারবো?

অ্যাপ ওপেন করে যে কোনো চ্যাট ওপেন করুন এবং সেই ইউজারের লাস্ট সীন দেখা যাবে। এখানে লাস্ট সীনের ডেট এবং টাইম দেখা যাবে।

হোয়াটসঅ্যাপে আমার স্ট্যাটাস কারা দেখতে পারবেন?

হোয়াটসঅ্যাপে কোনো ব্যাক্তি শুধু তখনই আপনা স্ট্যাটাস দেখতে পারবেন যখন আপনার ফোনে তাঁর নাম্বার সেভ করা থাকবে। এছাড়া তাঁর ফোনেও আপনার নাম্বার সেভ থাকতে হবে। এছাড়া আপনি নিজেও সিলেক্ট করতে পারবেন আপনার স্ট্যাটাস সমস্ত কন্ট্যাক্ট দেখতে পারবেন না কি বাছাই করা কিছু মানুষ।

হোয়াটসঅ্যাপে ডিপি কেন দেখা যায় না?

হঠাৎ করে কোনো ইউজারের ডিপি দেখা বন্ধ হয়ে গেলে সম্ভবত সেই ইউজার আপনাকে ব্লক করে দিয়েছে। এছাড়া এমনও হতে পারে সে তাঁর ডিপি রিমুভ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here