18 মে থেকে শুরু হচ্ছে BATTLEGROUNDS MOBILE INDIA, শুধুমাত্র 5টি পয়েন্টে জানুন কিভাবে করবেন রেজিস্ট্রেশন

লকডাউন গত বছর 2020 তেও হয়েছিল, কিন্তু সেটি এতটা খারাপ আর বোরিং ছিল না। আজকে যারা বিছানায় শুয়ে ইন্সটাগ্রাম আর ফেসবুকে ভিডিও স্ক্রল করছে তারা গত বছর আলাদাই অ্যাডভেঞ্চারে জীবন কাটাচ্ছিল। আর এই অ্যাডভেঞ্চার হল PUBG Mobile, পাবজি মোবাইল ইন্ডিয়াতে ব‍্যান হ‌ওয়ার পরে বহু লোকের জীবনে একঘেয়েমি চলে এসেছিল, কিন্তু গত সপ্তাহে এই ঘোষণা হয়েছে যে PUBG Mobile গেম BATTLEGROUNDS MOBILE INDIA নামের সাথে ভারতে ফিরে আসছে এই খবর শোনার পরে সবাই খুব আনন্দিত হয়েছিল। এই খুশি এখন আর‌ও বেড়ে গেছে কারন গেমটির নির্মাতা কোম্পানি KRAFTON ঘোষণা করে দিয়েছে যে আগামী 18মে থেকে BATTLEGROUNDS MOBILE INDIA দেশে প্রী-রেজিস্ট্রেশন এর জন্য উপলব্ধ হবে।

BATTLEGROUNDS MOBILE INDIA এর প্রী-রেজিস্ট্রেশন ডেট অ্যানাউন্স হয়ে গেছে। KRAFTON কোম্পানি আজকে ভারতে PUBG Mobile এর নতুন আর দেশী ভার্সন এর প্রী-রেজিস্ট্রেশন এর তারিখ অফিসিয়াল করে দিয়েছে যাহলো 18 মে। এই গেম এর দৃড় অপেক্ষা করা মোবাইল ইউজার্সরা সবাই জানতে চায় যে কিভাবে আর কোথায় ব‍্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম এ রেজিস্টার করবে। সবার এরকম প্রশ্নের উত্তর আমরা আগে দিয়েছি। কিন্তু সবচেয়ে আগে আপনাকে বলে দিই যে এই খুশিটি শুধুমাত্র Android ইউজার্সরা‌ই পাবে, iPhone ইউজার্সরা না।

BATTLEGROUNDS MOBILE INDIA এভাবে করুন রেজিস্টার

PUBG Mobile ভারতে BATTLEGROUNDS MOBILE INDIA নামের সাথে আবার ফিরে আসছে, যার প্রী-রেজিস্ট্রেশন 18 মে থেকে শুরু হবে। এই গেমটির লঞ্চের আগেই এতে অ্যাকাউন্ট বানানো যাবে। এর জন্য আগে বলা স্টেপ ফলো করতে হবে।

1. নিজের Android SmartPhone এ Google Play Store ওপেন করুন।

2. গুগল প্লে স্টোরে BATTLEGROUNDS MOBILE INDIA সার্চ করুন।

3. ব‍্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম খোলার পরে এখানে “Pre-Register” এর বাটন দেখতে পাবেন, সেটি ক্লিক করুন।

4. সেখানে ইউজার এর নাম, বয়স, ইমেইল আইডি আর ডিভাইস কম্প‍্যাটিবিলিটি চেক করা হবে।

5. প্রয়োজনীয় তথ্য সাবমিট করার পরে মোবাইল গেম এ ইউজার এর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

এখানে বলে দেওয়া যাক যে BATTLEGROUNDS MOBILE INDIA কে প্রী-রেজিস্টার করার পরে গেম নির্মাতা কোম্পানির পক্ষ থেকে ইউজার্সকে কিছু স্পেশাল রিওয়ার্ডস‌ও দেওয়া হবে যা গেম এ ব‍্যবহার করা যাবে। একবার রেজিস্টার হয়ে গেলে যখন গেম লঞ্চ হবে আর ফোনে ডাউনলোড করে রান করা হবে, তখন ওই স্পেশাল রিওয়ার্ডস নিজে থেকেই ইউজার এর গেম অ্যাকাউন্ট এ ক্রেডিট হয়ে যাবে। এই রিওয়ার্ডস এ গেম স্কিন, প্লেয়ার ড্রেস, একস্ট্রা পয়েন্টস এবং গান ইত্যাদি থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here