এখানে বেচুন Second Hand Phone, পাওয়া যাবে অনেক দাম

নতুন টেকনোলজি এবং অ্যাডভান্স ফিচার যুক্ত নতুন স্মার্টফোন গুলিও মোবাইল ইউজারদের মনে তাদের পুরোনো ফোন ছেড়ে নতুন ফোন কেনার মনোভাব জাগিয়ে তোলে। ট্রেন্ডে থাকার জন্য বহু লোক নিজেদের সেকেন্ড হ‍্যান্ড মোবাইল বিক্রি করে নতুন ডিভাইস কেনার পরিকল্পনা করতে থাকে। আপনি‌ও যদি নিজের উপস্থিত ফোনে বোর হয়ে থাকেন এবং এই ফোনটিকে বিক্রি করে নতুন ফোন কিনতে চান, তাহলে এই আর্টিকেলে 5টি এইরকম ওয়েবসাইটে‌র সম্পর্কে বলা হবে, যেখানে ইউজারের Old Used Mobile Phone অথবা Second Hand Smartphone-এর বদলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে।

এখানে বেচুন পুরনো মোবাইল

  1. Amazon
  2. Flipkart
  3. Cashify
  4. OLX
  5. Cash for Phone

Amazon

আপনি‌ও যদি নিজের সেকেন্ড হ‍্যান্ড মোবাইল ফোন বিক্রি করে কোনো নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে ই-কমার্স সাইট আমাজন-এর জন্য বেস্ট অপশন। এই শপিং সাইটে Used Smartphone-এর বদলে টাকা পাওয়া যায় না কিন্তু Exchange Offer হিসেবে এই ওয়েবসাইটে নতুন ফোন কিনলে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাবে। নতুন ফোন কিনবেন, সেটি যদি আগে থেকেই ভেবে থাকেন তাহলে আমাজন ইন্ডিয়াতে পুরোনো ফোনের বেস্ট ভ‍্যালু পাওয়া যেতে পারে।

আমাজনে  ফোন বেচার জন্য এখানে ক্লিক করুন

Flipkart / 2Gud

আমাজনের মতো ফ্লিপকার্ট‌ও নতুন স্মার্টফোনে‌র সেলে এক্সচেঞ্জ অফার‌ও প্রদান করে। এই ই-কমার্স সাইটেও নতুন ফোন কেনার সময় ইউজার নিজের পুরোনো মোবাইল‌টি Exchange-এ দেয় তাহলে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। টুগুড নামক ওয়েবসাইটে‌র সাথেও ফ্লিপকার্টের অংশিদারি আছে এবং এই সাইটটিও পুরোনো কেনা এবং বিক্রি করার কাজ করে। এইখানে‌ও Refurbished Phones-এর ভালো দাম পাওয়া যেতে পারে।

ফ্লিপকার্টে ফোন বেচার জন্য এখানে ক্লিক করুন

Cashify

বিগত কয়েক বছরে Second Hand SmartPhones-এর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক‍্যাশিফাই নিজের নাম করে নিয়েছে। এই ওয়েবসাইটটি পুরোনো এবং ইউজড স্মার্টফোন কেনে এবং বিক্রি‌ও করে। ক‍্যাশিফাইয়ের আকর্ষণীয় বিষয় হলো এই ওয়েবসাইটে কয়েকটি স্টেপের মাধ্যমে‌ই ইউজারের ফোনের ভ‍্যালু জানা যাবে। ফলে ইউজার ফোনটিকে বিক্রি করার সিদ্ধান্ত খুব সহজেই গ্রহন করতে পারবে।

ক্যাশিফাইতে ফোন বেচার জন্য এখানে ক্লিক করুন

OLX

ওএল‌এক্স পুরোনো জিনিস বিক্রি এবং কেনার পুরোনো প্রতিস্থান। মোবাইল ফোনের কথা বলা হলে, এই প্ল‍্যাটফর্মটি বিক্রি করা এবং ক্রয় করা দুই ব‍্যক্তির মাঝে ডায়রেক্ট কন্ট‍্যাক্ট করে দেয়। যে নিজের সেকেন্ড হ‍্যাকাররা ফোন বিক্রি করতে চায় সে ফোনটির সমস্ত ডিটেইলস OLX-এ লিখে দেয় এবং যে ফোনটি কিনতে ইচ্ছুক, সেই ব‍্যক্তি সরাসরি বিক্রেতা‌র সাথে কথা বলতে পারবে এবং দামাদামি‌ও করতে পারবে।

ওএলএক্সে ফোন বেচার জন্য এখানে ক্লিক করুন

Cash for Phone

ক‍্যাশ ফর ফোন, এই মার্কেটেনতুন হ‌ওয়া সত্ত্বেও নিজের সহজ পদ্ধতির জন্য অন‍্যান‍্য প্রতিদ্বন্দীদের পিছনে রেখে এগিয়ে গেছে। এই ওয়েবসাইটে গিয়ে ইউজার নিজের ফোনের ব্র‍্যান্ড এবং মডেল নাম্বার দিয়ে চেক করতে পারবে, যে তার ফোনের বদলে সে কত টাকা পাবে। এই সেল ভ‍্যালু জানার জন্য কোনোরকম লগইন অথবা মোবাইল নাম্বার বা ই-মেল আইডি দেওয়ার প্রয়োজন নেই।

ক্যাশ ফর ফোনে ফোন বেচার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here