বছরের শেষ সূর্যগ্রহণ আসন্ন। জেনে নিন কবে, কখন এবং কিভাবে দেখবেন এই অতুলনীয় দৃশ্য

Solar Eclipse অর্থাৎ বাংলায় যাকে আমরা সূর্যগ্রহণ বলে জানি। আজকের একবিংশ শতকে দাঁড়িয়েও এই মহাজাগতিক ঘটনা সাধারণ মানুষদের যথেষ্ট অবাক করে। বৈজ্ঞানিক এবং ধার্মিক উভয় দিক থেকেই সূর্যগ্রহণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামী 25 সেপ্টেম্বর এই বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে যা নিয়ে গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও প্রচুর সমালোচনা শুরু হয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী দীপাবলির পরের গোবর্ধন পূজার দিন এই আংশিক সূর্যগ্রহণ সংঘঠিত হবে। এই পোস্টে বছরের শেষ সূর্যগ্রহণ কবে, কখন, কোথায় এবং কিভাবে দেখা যাবে সেবিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: মাত্র 10499 টাকা দামে লঞ্চ হল সুন্দর স্মার্টফোন, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি

কবে হবে সূর্যগ্রহণ?

2022 সালের শেষ সূর্যগ্রহণ আগামী 25 অক্টোবর ঘটতে চলেছে। এই মহাজাগতিক ঘটনা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2টো বেজে 30 মিনিটে এবং চলবে সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট পর্যন্ত। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে যা প্রায় 4 ঘণ্টা স্থায়ী হবে। এশিয়া, আমেরিকা, ইউরোপ এবং ইউনাইটেড কিংডম থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে।

ভারতে কখন দেখা যাবে সূর্যগ্রহণ?

25 অক্টোবর 2022 এর সূর্যগ্রহণ ভারতে বিকালের দিকে দেখা যাবে। ভারতে এই সূর্যগ্রহণ বিকাল 5:41 অর্থাৎ 5টা বেজে 41 মিনিটে সম্পূর্ণ ভাবে লক্ষণীয় হবে। ভারতে এই আংশিক সূর্যগ্রহণ 30 শতাংশ লাগবে। বিশ্বের অন্যান্য এলেকার মধ্যে রাশিয়াতে সবচেয়ে বেশি 80 শতাংশ সূর্যগ্রহণ দেখা যাবে। এরপর দ্বিতীয় স্থানে আছে চীন, এখানে 70 শতাংশ সূর্যগ্রহণ হবে। আরও পড়ুন: Jio এর কোন রিচার্জ প্ল্যান কতটা সুবিধাজনক, দেখে নিন তালিকা

আংশিক সূর্যগ্রহণ কি?

যদি আপনার মনে কোনো সংশয় থেকে থাকে যে আংশিক সূর্যগ্রহণ আবার কি, তবে জানিয়ে রাখি যখন সূর্য (Sun) এবং পৃথিবীর (Earth) মাঝখানে চাঁদ (Moon) চলে আসে কিন্তু তিনটি এক সরলরেখায় অবস্থান করে না তখন আংশিক সূর্যগ্রহণ হয়। এই ধরনের পরিস্থিতিতে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকার বদলে কিছু অংশই ধাকে, বাকি অংশ পৃথিবী থেকে দেখা যায়। আংশিক সূর্যগ্রহণকে partial solar eclipse বলা হয়।

সূর্যগ্রহণ কিভাবে দেখবেন?

আপনি যদি এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চান তবে নিচে দেওয়া পাঁচটি পয়েন্ট মাথায় রেখে তবেই সূর্যগ্রহণ দেখা উচিত। আরও পড়ুন: 15 হাজার টাকারও কম দামে লঞ্চ হল 50MP Camera সহ নতুন 5G Phone, পাওয়া যাবে 7GB RAM-এর ক্ষমতা

  1. খালি চোখে কখনই সূর্যগ্রহণ দেখবেন না।
  2. সানগ্লাসের মাধ্যমেও সূর্যগ্রহণ দেখার চেষ্টা করবেন না।
  3. মোবাইল ফোনের ক্যামেরা ব্যাবহার করে সরাসরি সূর্যগ্রহণের ছবি তুলবেন না।
  4. সূর্যগ্রহণ দেখার জন্য সোলার ফিল্টার ব্যাবহার করুন, যা সহজেই কিনতে পাওয়া যায়।
  5. online live এও সূর্যগ্রহণ দেখা যায়। ইসরো – ISRO (Indian Space Research Organisation) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটি সম্ভব। এর জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here