মাত্র 10499 টাকা দামে লঞ্চ হল সুন্দর স্মার্টফোন, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি

Motorola ভারতে তাদের ‘E’ সিরিজে Moto E32 নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন বাজেট ফ্রেন্ডলি ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 10,000 টাকার আশেপাশেই। জানিয়ে রাখি এই ফোনটি এই বছরের শুরুতে ইউরোপের মার্কেটে লঞ্চ করা হয়েছিল, তবে ভারতে কিছুটা দেরি করেই এবং আলাদা স্পেসিফিকেশনের সঙ্গে পেশ করা হল। কম দাম সত্বেও এই ফোনে বেশ কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন ও ফিচার রয়েছে, যার মধ্যে 90Hz ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G37 চিপসেট, 50-মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি উল্লেখযোগ্য। আরও পড়ুন: 15 হাজার টাকারও কম দামে লঞ্চ হল 50MP Camera সহ নতুন 5G Phone, পাওয়া যাবে 7GB RAM-এর ক্ষমতা

Moto E32 এর দাম ও সেল

ভারতে Moto E32 ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ আছে এবং এর দাম রাখা হয়েছে 10,499 টাকা। ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে আর্কটিক ব্লু এবং ইকো ব্ল্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Moto E32 এর ফিচার ও স্পেসিফিকেশন

Motorola কোম্পানির নতুন Moto E32 ফোনটিতে 720 × 1,600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 90Hz রিফ্রেশরেট যুক্ত 6.5 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে আছে। এই ফোনটি মিডিয়াটেকের Helio G37 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আরও পড়ুন: এই ফোনগুলির দাম কোটি কোটি টাকা, দেখে নিন বিশ্বের সবথেকে দামি ফোনের তালিকা

ফটোগ্রাফির জন্য Moto E32 তে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। এই ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 30fps full HD ভিডিও রেকর্ড করতে সক্ষম।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে ডুয়েল 4G VoLTE, ওয়াইফাই 802.11এসি, ব্লুটুথ 5.0, জিপিএস, মাইক্রোএসডি কার্ড স্লট, ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে। এছাড়াও এতে Android 12 OS এর সঙ্গে Motorola এর My UX যোগ করা হয়েছে। আরও পড়ুন: এবার LED TV তে বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত 16 বছরের কিশোর

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here