WhatsApp-এ কিভাবে করবেন Auto Reply? জেনে নিন পদ্ধতি

WhatsApp এমন একটি জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ যা প্রায় সমস্ত বয়সের মানুষ ব্যাবহার করে থাকেন। কিন্তু প্রায়ই সময়ের অভাবে বা ফোন সাইলেন্ট থাকার কারণে ম্যাসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার সমাধান করার জন্য আজ আমরা এমন পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি যার মাধ্যমে ফোন না ছুঁয়েও ইউজাররা রিপ্লাই করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক WhatsApp অটো রিপ্লাই সম্পর্কে। আরও পড়ুন: আগামী 2 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে সিম কার্ড, আপনিও কি পেয়েছেন কল?

WhatsApp এর এই ধরনের কোনো ইন বিল্ট ফিচার নেই। তবে থার্ড পার্টি অ্যাপ ব্যাবহার করে যে কোনো ম্যাসেজের অটো রিপ্লাই করা যায়। আমরা ‘AutoResponder for WhatsApp’ অ্যাপ ব্যাবহার করে ওটি রিপ্লাই করার পদ্ধতি সম্পর্কে জানাচ্ছি।

Whatsapp Auto Reply কিভাবে করবেন?

স্টেপ 1- প্রথমে AutoResponder for WhatsApp অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ 2- ডাউনলোড করার পর নোটিফিকেশন সেটিংসে ক্লিক করুন এবং অ্যাপটিকে নোটিফিকেশন অ্যাক্সেস করার পারমিশন দিন।
স্টেপ 3- এরপর নতুন নিয়ম বানানোর জন্য “+” আইকনে ক্লিক করুন।

স্টেপ 4- এবার “Received Message” সেকশনে যে ম্যাসেজ পাঠাতে চান সেটি রিপ্লাই টেক্সটে গিয়ে লিখুন। উদাহরণ হিসাবে “Hi…’’ লিখুন।

স্টেপ 5- এবার “Reply Message” সেকশনে যে ম্যাসেজ পাঠাতে চান তা টাইপ করে এন্টার করুন

স্টেপ 6- এবার স্ক্রল ডাউন করে রিসিভার সিলেক্ট করুনকন্ট্যাক্ট, গ্রুপ বা উভয়ই

স্টেপ 7- যদি কোনো বিশেষ কন্ট্যাক্টকে অটোমেটিক রিপ্লাই পাঠাতে চান তবে “Specific Contacts” সেকশনে সেই কন্ট্যাক্ট এন্টার করুন অথবা “Ignored Contacts” সেকশনে সেই কন্ট্যাক্ট এন্টার করুন যাকে অটোমেটিক রিপ্লাই পাঠাতে চান না।
স্টেপ 8- সম্পূর্ণ সেটিংস হয়ে গেলে Tick Button এ ক্লিক করুন।

স্টেপ 9- এবার কোনো ম্যাসেজ এলেই আপনার সেটিংস অনুযায়ী অটোমেটিক রিপ্লাই চলে যাবে।

Note: এই অ্যাপ 1 মিলিয়নেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন। এছাড়াও প্লে স্টোরে এই অ্যাপ 4.4 স্টার পেয়েছে। অ্যাপটির সাইজ মাত্র 9.4MB।

Whatsapp এ Auto Reply করার Apps

  • AutoResponder for WhatsApp
  • SKEDit WhatsApp Automator
  • Whatscheduler: Auto Messaging
  • Auto Reply for whats – AutoRespond Bot

FAQs

Whatsapp এর মাধ্যমে Message Schedule কিভাবে করবেন?

Whatsapp এ Message Schedule করার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।

Whatsapp এর মাধ্যমে Message Schedule করার জন্য কোন অ্যাপ প্রয়োজন?

প্লে স্টোর ওপেন করে Whatsapp scheduler app সার্চ করুন। এখানে অনেকগুলি অ্যাপ পেয়ে যাবেন। এর মধ্যে থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করে নিন।

Whatsapp এ কথা বলে ম্যাসেজ কিভাবে পাঠাবেন?

Whatsapp ওপেন করে যে কোনো ম্যাসেজে যান। এরপর কীবোর্ডের নিচের স্পেস বাটন (এতে “ইংলিশ” লেখা থাকে) হোল্ড করে রাখুন। এরপর ফোনে চেঞ্জ কীবোর্ড অপশন খুলে যাবে। এখানে গুগল ভয়েস টাইপিং অপশন পাওয়া যাবে। এই অপশন সিলেক্ট করে মুখে বলে ম্যাসেজ পাঠাতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here