ব্লুটুথ কলিং সহ ধামাকাদার এন্ট্রি নিল GIZFIT Glow Z স্মার্টওয়াচ, জেনে নিন দাম এবং ফিচার

Highlights

  • Flipkart-এ GIZFIT Glow Z এর সেল শুরু হয়েছে।
  • GIZFIT Glow Z ব্লুটুথ কলিং সহ লঞ্চ হয়েছে।
  • প্রথম তিন দিনে পাবেন 500 টাকার ডিসকাউন্ট।

ভারতীয় ব্র্যান্ড Gizmore ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। লেটেস্ট GIZFIT Glow Z স্মার্টওয়াচটি কোম্পানি 1.78 ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লেসহ লঞ্চ করেছে, যার সর্বোচ্চ ব্রাইটনেস 600 নিটস। এছাড়াও এই স্মার্টওয়াচে ব্লুটুথ ভয়েস কল, ওয়াচ ফেস এবং স্পোর্টস মোড সাপোর্ট রয়েছে। Gizmor-এর এই স্মার্টওয়াচটি বাজেট দামে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই স্মার্টওয়াচটির ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল ভারতের প্রথম MediaTek 8020 প্রসেসর যুক্ত Motorola Edge 40 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

GIZFIT Glow Z স্মার্টওয়াচের দাম এবং সেল

লেটেস্ট GIZFIT Glow Z স্মার্টওয়াচটি 1,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ঘড়িটি Flipkart এবং Gizmore এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। প্রমোশনাল অফারের অধীনে এই স্মার্টওয়াচটি আগামী তিন দিনের জন্য মাত্র 1,499 টাকায় কেনা যাবে।

GIZFIT Glow Z স্মার্টওয়াচের ফিচার

ডিসপ্লে: GIZFIT Glow Z স্মার্টওয়াচের AMOLED ডিসপ্লেসহ পেশ করা হয়েছে। এই ঘড়িটিতে একটি 1.78 ইঞ্চি (4.52 সেমি) 2.5D কার্ভড HD AMOLED স্ক্রিন রয়েছে যার রেজলিউশন 368 x 448 পিক্সেল এবং সর্বোচ্চ ব্রাইটনেস 600 নিটস।এই সেগমেন্টে এই ঘড়িটি সর্বোচ্চ ব্রাইটনেস প্রদান করে, যার ফলে সরাসরি সূর্যের আলো বা আউটডোরে টাইম এবং নোটিফিকেশন গুলি দেখতে কোন সমস্যা হয় না।

কলিং ফিচার: এই স্মার্টওয়াচে কল করার জন্য ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে। এই ঘড়িতে আরও ভালো কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 এবং একটি বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া হয়েছে। ইউজাররা এই স্মার্টওয়াচের সাহায্যে কল করতে পারবেন, পাশাপাশি কলের উত্তর দেওয়া, কল রিজেক্ট করা এবং স্পিড ডায়ালের সুবিধা পাবেন। আরও পড়ুন: লঞ্চ হল লো বাজেট Nokia C32 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ব্যাটারি: Gizmor এর লেটেস্ট স্মার্টওয়াচটি সম্পর্কে কোম্পানি জানিয়েছে যে এটি সিঙ্গেল চার্জে 15 দিনের ব্যাকআপ দেয়।

হেলথ / ফিটনেস ফিচার: GIZFIT Glow Z স্মার্টওয়াচে SpO2 সেন্সর, হার্ট রেট সেন্সর, ক্যালোরি এবং স্টেপ কাউন্টের মতো ফিচার দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম: Gizmor এর এই ঘড়িটি Android 5 এর উপরে এবং iOS 9.0 এর উপরের অপারেটিং সিস্টেমে চলমান ফোনের সাথে কানেক্ট করা যেতে পারে।

কালার: এই স্মার্টওয়াচটি Black, Blue এবং Bergen এই তিনটি রঙের কালার অপশনে লঞ্চ হয়েছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Galaxy F54 5G স্মার্টফোন, তার আগেই জেনে নিন এই 5টি গুরুত্বপূর্ণ ফিচার

অন্যান্য ফিচার: এই স্মার্টওয়াচে মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, ফাইন্ড ফোন, মেডিটেশন, স্টপওয়াচ, ঘড়ি, ওয়েদার ফোরকাস্ট, ডেট ডিসপ্লে, ক্লাউড মাল্টি ডায়াল, OTA আপগ্রেড, মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউআই, ডেটা স্টোরেজ, অল ডে ডেটা, কল নোটিফিকেশন, রিমাইন্ডার, অ্যালার্ম, পাওয়ার সেভিং মোড, ফিমেল সাইকেল ট্র্যাকিংয়ের মতো ফিচারগুলি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here