এবার থেকে কোন ডকুমেন্ট ছাড়াই আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা যাবে, জেনে নিন উপায় 

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার আপডেট করার জন্য একটি নতুন পরিষেবা লঞ্চ করেছে। এই নতুন পরিষেবাটি সেই সমস্ত লোকেদের জন্য উপকারী হবে যাদের তাদের আধার কার্ডে ঠিকানা আপডেট করতে হবে। এই পরিষেবার সাহায্যে আধার কার্ডহোল্ডাররা কোন ডকুমেন্ট ছাড়াই তাদের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এবার থেকে আধার কার্ড হোল্ডাররা পরিবারের প্রধান অর্থাৎ Head Of Family – HOF-এর মাধ্যমে আধার কার্ডে ঠিকানা আপডেট করতে পারবেন। আরও পড়ুন: লঞ্চ হল LML এর নতুন ইলেকট্রিক স্কুটার LML Star, জেনে নিন দাম এবং ফিচার 

আধার কার্ডধারীকে ঠিকানা পরিবর্তন করার জন্য পরিবারের প্রধানের অনুমতি নিতে হবে। এর সাহায্যে তাদের অনেক সুবিধা হবে যাদের কাছে ঠিকানা ভেরিফাই করার জন্য কোনও ডকুমেন্ট নেই। UIDAI এই পরিষেবাটি শুরু করার জন্য 2023 এর 3 জানুয়ারি নোটিফিকেশন জারি করেছে।

কারা উপকৃত হবেন?

UIDAI পরিবারের প্রধানের অনুমতির মাধ্যমে আধার কার্ড আপডেট করার সুবিধা শুরু করেছে। এই পরিষেবাটি সেই সমস্ত লোকদের জন্য সুবিধাজনক হবে যাদের কাছে কোন অ্যাড্রেস প্রুফ নেই। তারা পরিবারের প্রধানের সাহায্যে তাদের আধার কার্ডে ঠিকানা আপডেট করতে পারবেন। অর্থাৎ, আধারে ঠিকানা আপডেটের জন্য সাপোর্টিং ডকুমেন্টে পরিবারের প্রধানের ডকুমেন্ট জমা দিতে হবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Moto G53 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস 

আধার কার্ড আপডেটের জন্য এই ডকুমেন্টগুলির প্রয়োজন

আপনি যদি পরিবারের প্রধানের মাধ্যমে আপনার আধার কার্ডে ঠিকানা আপডেট করতে চান, তাহলে তার জন্য পরিবারের প্রধানের কাছে রেশন কার্ড, মার্কশিট, ম্যারেজ সার্টিফিকেট, পাসপোর্টের মতো ডকুমেন্ট গুলির মধ্যে একটি থাকতে হবে। এই ডকুমেন্ট গুলির সাহায্যে আপনি পরিবারের প্রধানের সাথে যেতে আপনার সম্পর্ক ভেরিফাই করতে পারবেন৷ যদি এমন কোনও ডকুমেন্ট না থাকে তাহলে পরিবারের প্রধান সেল্ফ ডিক্লেয়ারেশন ফর্মের মাধ্যমে আধারে ঠিকানা আপডেট করতে পারবেন।

আপডেট করুন ‘Head Of Family’

সবার প্রথমে, আপনাকে My Aadhaar পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/ এ গিয়ে পরিবারের প্রধান অর্থাৎ ‘Head Of Family’ আপডেট করতে হবে। আরও পড়ুন: Battlegrounds Mobile India (BGMI) কি সত্যিই ফিরে আসছে? জেনে নিন আসল তথ্য

স্টেপ 1 – আপনাকে My Aadhaar পোর্টালে গিয়ে আধার আপডেটের প্রক্রিয়াটি বেছে নিতে হবে।

স্টেপ 2 – এবার আপনাকে আধার আপডেটের অপশনটি বেছে নিতে হবে।

স্টেপ 3 – এখানে আপনাকে পরিবারের প্রধানের আধার নম্বর লিখতে হবে।

স্টেপ 4 – এবার আপনাকে Head Of The Family এর সম্পর্কের প্রমাণ দেওয়ার জন্য ডকুমেন্টের কপি আপলোড করতে হবে।

স্টেপ 5 – আধার কার্ডে ঠিকানা আপডেট করার জন্য কার্ডহোল্ডারকে 50 টাকা ফি দিতে হবে।

আধার কার্ডে ঠিকানা আপডেট করার জন্য আপনার অনুরোধ পরিবারের প্রধানকে 30 দিনের মধ্যে অনুমোদন করতে হবে। এর জন্য পরিবারের প্রধানকে My Aadhaar এ লগইন করতে হবে। আরও পড়ুন: সামনে এল মারুতির প্রথম ইলেকট্রিক কার, সিঙ্গেল চার্জে পাওয়া যাবে 550KM রেঞ্জ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here